ছবি: সংগৃহীত
খুলনায় সবজির লাগামহীন ঊর্ধ্বগতির দাম কমতে শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। সব ধরনের সবজির দাম কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। কাঁচা মরিচ, পেঁপে, ঢেঁড়স, কাঁকরোলসহ সব ধরনের সবজির দাম এখন ক্রেতার নাগালে এসেছে।
শনিবার (২২ জুলাই) খুলনার টুটপাড়া জোড়াকল বাজার, নিরালা বাজার, মিস্ত্রি পাড়া বাজার ঘুরে দেখা যায়, বেগুনের দাম কেজিতে ১০ টাকা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ২০ টাকা কমে ৪০ টাকা বিক্রি হচ্ছে কুশি আর ঝিঙে। কাঁকরোলের দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এছাড়া পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০/৩৫ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, পটল ৩০ টাকা, লাল শাক ৪০ টাকা, ডাটা শাক ৪০ টাকা, ২৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে কাঁচা কলা। কাঁচা মরিচের দাম কমে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে।
জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রবিউল বলেন, আজ পাইকারি বাজারে সবকিছুর দাম একটু কম। আর পাইকারি দাম কমলে খুচরা বাজারেও দাম কমে যায়।
বাজার করতে আসা গৃহিণী রহিমা বেগম বলেন, গত ২ দিন একটু স্বস্তি নিয়েই বাজার করতে পারছি। দাম অনেক কমেছে সবজির।
আরো পড়ুন:রাষ্ট্রদূতরা এদেশে নিজেদের সম্রাট মনে করেন : পররাষ্ট্রমন্ত্রী
নিরালা বাজারের সবজি বিক্রেতা হুসাইন জানান, বাজারে সবজির আমদানি বেশি হচ্ছে আজ কয়েক দিন। তাই দামও একটু একটু করে কমছে। বৃষ্টি বাড়লে সবজির উৎপাদন বেড়ে যায়, বাজারের সরবরাহও বেড়ে যায়, ফলে দামও কম হয়।
এম/