শনিবার, ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় 'সেভেন সিস্টার্সকে' বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত *** 'রোহিঙ্গা ইস্যুতে এখনই উপসংহারে পৌঁছানো উচিত হবে না' *** ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা ঈদের সিনেমার গান *** থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা *** ইউনূস–মোদির বৈঠকে 'আশার আলো' দেখছে বিএনপি *** ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক *** সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর *** সাড়া ফেলেছে নিশো–তমার ‘দাগি’, বেড়েছে শো *** রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার, প্রথম ধাপে যাবে ১ লাখ ৮০ হাজার *** ঈদে সিনেমা হলে কেন নেই ‘জ্বীন থ্রি’, যা বলছেন প্রযোজক

খোকন কুমার রায়ের কবিতা- ফণা : আবৃতি- শিমুল মুস্তাফা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

সময়ের অন্যতম সেরা কবি খোকন কুমার রায় বাস্তবতার নিরিখে বেশ কিছু কবিতা লিখেছেন, যেগুলো ইতিহাস, সামাজিক প্রেক্ষাপট ও রাজনৈতিক গতি-প্রকৃতিকে সুচারুভাবে তুলে ধরেছে। এমনই একটি কবিতা ‘ফনা’।

যেখানে তিনি বলেছেন- জনপদ ছেয়ে গেছে বিষাক্ত সাপে/ নিঃশ্বাস নেয়া দায় এই বিষবাষ্পে/ আমার পতাকার লালবৃত্ত/ ক্রমশ ঢেকে যাচ্ছে কালো ছায়ায়।

কবিতাটি আবৃতি করেছেন বিখ্যাত আবৃতি শিল্পী শিমুল মুস্তাফা। পুরো কবিতাটি পাঠকদের জন্য নিচে দেয়া হলো।

আবৃতিটি শুনতে এখানে ক্লিক করুন।

খোকন কুমার রায়ের কবিতা- ফণা : আবৃতি- শিমুল মুস্তাফা

ফণা

খোকন কুমার রায়

কালো সাপ অনেক বড় হয়ে গেছে,

ফনা তুলে নিঃশ্বাস ছাড়ে মাথার উপরে।

বংশ বৃদ্ধিতেও বেশ বাড়ন্ত!

শৈশব থেকেই দেখে আসছি

তখন এতটা ফুসফাস করতো না,

সংখ্যায়ও ছিলো কম।

আর এখন, ভয়ঙ্কর বিষদাঁত গজিয়েছে

শুধু ফুসফাসই করে না

যখন তখন ছোবল মারে

বাঙালির গায়ে।

দেশী-বিদেশী দুধ কলায় পুষ্ট হয়ে

নখ-দন্ত, গোষ্ঠী এখন বেশ শক্তিশালী

রকম সকম, ভাবভঙ্গি  ভালো ঠেকছে না!

উদ্ধত আচরণ তবু  যায় না কিছু বলা

আতঙ্কে আড়ষ্ট আমার স্বাধীন পথচলা।

জনপদ ছেয়ে গেছে বিষাক্ত সাপে

নিঃশ্বাস নেয়া দায় এই বিষবাষ্পে।

আমার পতাকার লালবৃত্ত

ক্রমশ ঢেকে যাচ্ছে কালো ছায়ায়।

কালো সাপ পেঁচিয়েছে রাষ্ট্রের গলা,

প্রহারে ছাড়াও ফাঁস, না দেখিয়ে কলা।

জাতির পরিচয় বদলাতে চায়,

ঐ কালো সম্প্রদায়

কী করে হবে বিনাশ, খোঁজো সে উপায়।

ওঙ্কারে হুঙ্কারে ভয়ে থাকি বাপুরে

ভাঙবে বিষদাঁত বল কোন সাপুড়ে?

খোকন কুমার রায় কবিতা ফণা আবৃতি শিমুল মুস্তাফা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন