মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গামছা-লুঙ্গি পরে অন্তত জলিল যা বললেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪

#

গামছা-লুঙ্গি পরে অন্তত জলিল যা বললেন

আলোচিত মুক্তিযুদ্ধের ছবি ‘অপারেশন জ্যাকপট’-এ শুক্রবার (৫ই জানুয়ারি) থেকে শুটিংয়ে অংশ নিলেন অনন্ত জলিল। চুলে আর্মি কাট, পরনে লুঙ্গি, গলায় গামছা, হাতে রেডিও; খানিক অচেনা বছরের শুরুতেই চমকে দিলেন অন্তত জলিল। 

জলিলের দাবি, ১৪ বছরের ক্যারিয়ারে তাকে এমন গেটআপে দেখেননি সিনেমার দর্শকরা। চরিত্রের প্রয়োজনেই তিনি প্রথমবার এমন লুকে হাজির হতে যাচ্ছেন। তারই শুরুটা হলো শুক্রবার বিএফডিসি’র ২ নম্বর ফ্লোর থেকে।

এদিন আনন্ত জলিল বলেন, “এর আগের ছবিগুলোতে আমি কোন গ্রুমিং করিনি। কিন্তু ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় অভিনয় শুরুর আগে আমাকে গ্রুমিং করতে হয়েছে। আমি বলব, এটা একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার। ভালোভাবে চরিত্রটি প্লে করার চেষ্টা করছি।” 

পিরিওডিক্যাল সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও রাজীব কুমার।

ছবিটির প্রযোজক স্বপন চৌধুরী বলেন, ‘অনন্ত জলিলের ডেডিকেশন আমাকে উদ্বুদ্ধ করেছে। সিনেমায় দুটো লুকেই আমরা তাকে দেখাবো। যেহেতু এটা পিরিওডিক্যাল সিনেমা, তাই চরিত্রের প্রয়োজনে মিশন সাকসেস করতে সব ধরনের কৌশলের মধ্য দিয়ে তাকে যেতে হবে। এখানে তেমন একটি চরিত্রে তাকে দেখা যাবে। আবার তার পুরনো লুকেও তাকে আমরা দেখাবো।’

আরো পড়ুন: জাহ্নবীর শরীরের বিউটি স্পট দেখতে চাইলেন ভক্ত!

নির্মাতাদ্বয় জানান, সিনেমাটি কমান্ডো মিশন নির্ভর গল্প। যে কারণে হিরোয়েটিক ব্যাপারটা অনুল্লেখযোগ্য, এখানে চরিত্রের গভীরতা গুরুত্বপূর্ণ।

২৯শে ডিসেম্বর থেকে প্রথম লটে এফডিসিতে শুরু হওয়া ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলবে আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত। তারপর গাজীপুরসহ চারটি সমুদ্র বন্দর হয়ে ভারত ও ফ্রান্সে হবে সিনেমাটির বাকি শুটিং।

সিনেমায় অনন্ত জলিল ছাড়াও শুটিংয়ে এফডিসিতে অংশ নিয়েছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুণ, রেবেকা, মিশা সওদাগর, অমিত হাসান, রোশান, নিরব, আমান রেজা, ইমন, জয় চৌধুরী, ওমর সানী, শহিদুল ইসলাম সাচ্চু, ডন, ড্যানি সিডাক, শিবা শানু, গাংগুয়া, বড়দা মিঠু, জাদু আজাদ, নাদের চৌধুরী, সাদেক সিদ্দিকী, সাব্বির, মেহেদী হাসান ফাহিম, সাগর, খালেদ সুজন, পীরজাদা হারুন, পল্লব, শিমুল খান, খোরশেদ আলম খসরু, সাঞ্জু জন, শিপন মিত্রসহ অনেকে।

এসি/ আই.কে.জে/


গামছা-লুঙ্গি অন্তত জলিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন