ছবি: সংগৃহীত
গুগল ফটোতে ছবি বা ভিডিও সংরক্ষণের সুযোগ থাকায় নিয়মিত ব্যবহার করেন অনেকেই। যেকোনো সময় যেকোনো স্থান থেকে এসব ছবি বা ভিডিও ডাউনলোড করে ব্যবহারের সুযোগ মিললেও গুগল ফটোজে বিনা মূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখা যায়। আর এ কারণে ধারণক্ষমতা কমে গেলে পুরোনো বা অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও মুছে ফেলে গুগল ফটোজের জায়গা খালি করতে হয়।
গুগল ফটোজ থেকে স্থায়ীভাবে ছবি বা ভিডিও মুছে ফেলার জন্য প্রথমে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করে ছবি বা ভিডিও নির্বাচনের পর ট্যাপ করে ধরে রাখতে হবে। একসঙ্গে একাধিক ছবি বা ভিডিও মুছে ফেলার জন্য প্রথমে একটি ছবি বা ভিডিও ট্যাপ করে ধরে রেখে অন্যগুলো নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা ডিলিট বাটনে ক্লিক করে মুভ টু বিন নির্বাচন করলেই সেগুলো গুগল ফটোজের গ্যালারির পরিবর্তে বিন অপশনে জমা হবে। বিন অপশনে জমা হওয়া ছবি বা ভিডিও সাধারণত ৬০ দিন পর স্থায়ীভাবে মুছে যায়।
আর.এইচ