সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চুল বেঁধে ঘুমানো কি ঠিক?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘুমানোর আগে চুল বেঁধে নেওয়া কি ঠিক? কমবেশি সবাই শোয়ার আগে চুলে বেণী করেন। অনেকে আবার রাবার ব্যান্ড বেঁধে শুতে যান। চুল বেঁধে ঘুমাতে যাওয়া অনেক পুরনো দিনের রেওয়াজ।

বহুকাল ধরেই চুল বেঁধে শোয়ার এ রীতি চলে আসছে। অনেকে বলেন চুল বেধে ঘুমালে চুল তাড়াতাড়ি বড় হয় । কিন্তু এতে চুলের উপকার হয় না বরং ক্ষতি হয়, এ বিষয়টা অনেকেই হয়তো জানেন না।

বিশেষজ্ঞদের কথায়, চুল বেঁধে শুতে যাওয়া ভালো। কিন্তু কিছু ব্যাপারে নজর না রাখলে এতে ক্ষতিই বেশি।

চুল ভালো রাখতে হলে টেনে চুল বাঁধা যাবে না। চুল টেনে বাঁধলে গোড়ায় টান পড়ে।

এতে চুল ছিড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এমনকী গোড়াও দুর্বল হয়ে যেতে পারে।

তাই চুল ভালো রাখতে একটু হালকাভাবে চুল বাঁধুন। এতে গোড়ায় টান পড়ে না। ফলে চুল উঠে যাওয়ার আশঙ্কাও থাকে না।

এস/ আই. কে. জে/ 

চুল বিনুনি ঘুমানো

খবরটি শেয়ার করুন