মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দাবির বিষয়ে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর *** দেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা *** প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার *** ওয়ারীতে জনপ্রতিরোধে বাঁচল কিশোরের প্রাণ *** মিটফোর্ডের ঘটনায় গ্রেপ্তার মাহিনের সঙ্গে এনসিপি নেতাদের ছবি, বিএনপির কারো নয়: মির্জা আব্বাস *** লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: মির্জা ফখরুল *** ফিল্ম ফেডারেশনের সভাপতি মসিহউদ্দিন শাকের *** এ সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার হবে: আসিফ নজরুল *** আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ সৌদি আরবের *** ৩৫ শতাংশ শুল্ক নিয়ে তৃতীয় দফায় আলোচনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

জামালপুর-২

ঘুষের টাকাসহ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

জামালপুর-২ ইসলামপুর আসনে হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা চৌধুরী কুদরত এ খুদাকে ঘুষের টাকা সহ আটক করেছে পুলিশ। 

শনিবার (৬ই জানুয়ারি) রাতে একটার দিকে কেন্দ্রে অবস্থানকালীন ২৫ হাজার টাকাসহ তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয় জনগণ। ইসলামপুর থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত এ নির্বাচনী কর্মকর্তা উপজেলার শশারিয়াবাড়ি খানপাড়া দাখিল মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক। তাকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

জামালপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, নির্বাচনে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য কোন প্রার্থীর লোকজনের কাছ থেকে ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তা চৌধুরী কুদরত এ খোদা ২৫ হাজার টাকা নেন। রাতে স্থানীয় জনগণ তাকে ওই টাকাসহ হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। তার কাছ থেকে ঘুষের ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ৩৭ স্থানে অনিয়ম, আটক ৬: ইসি

এই ঘটনায় ওই অভিযুক্ত কর্মকর্তাকে সহকারী প্রিজাইডি কর্মকর্তার পদের নিয়োগ বাতিল করে সেখানে নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসকে/ 

ঘুষের টাকা আটক জামালপুর-২ প্রিজাইডিং কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন