রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চট্রগ্রামে বাগান বাড়িতে অস্ত্রের কারখানা, আটক ২

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় একটি বাগানবাড়িতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব। এসময় বাড়ির মালিক জাহাঙ্গীর আলম (৩৯) ও ইমন (২৪) নামের দুই ব্যক্তিকে র‌্যাব আটক করে। 

বুধবার (২৩ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

এসময় তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় একটি বাগান বাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করে বেচাকেনা করছে। মঙ্গলবার (২২ আগস্ট) এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বাগান বাড়ির টিনের দোচালা ঘরের ভেতর থেকে সাদা প্লাস্টিকের বস্তা থেকে তিনটি লোকাল গান, একটি রামদা ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।” 

আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে দেশীয় অস্ত্র তৈরি করছে। এসব আগ্নেয়াস্ত্র স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করে আসছে। তারা ৭-৮ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করে থাকে।

আটক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব। 

এম.এস.এইচ/

চট্টগ্রাম সীতাকুন্ড অস্ত্র অপরাধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন