শনিবার, ১২ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবারের নববর্ষের শোভাযাত্রায় তরমুজের মোটিফ থাকছে যে কারণে *** ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে পরিবর্তন *** আ. লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বলছেন এক এগারোর সরকারের দাপুটে উপদেষ্টা *** ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে অর্থনীতিতে প্রভাব পড়বে কী না, যা বলছেন অর্থনীতিবিদ *** মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল *** বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো *** 'রাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন' *** বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল প্রসঙ্গে যা বলছেন ভারতীয় সাংবাদিক *** আজ রাতে ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস *** অলিম্পিকে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী অ্যাথলেটরা

চলতি মাসেই বাড়ির ছাদে হেলিকপ্টার অবতরণের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি জুলাই মাস থেকেই বাড়ির রুফটপ, কর্পোরেট হেলিপ্যাড, আবাসিক হোটেল ও হাসপাতালের ছাদে হেলিকপ্টার অবতরণের অনুমতি দিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করছে সংস্থাটি। এতে সম্মতিও দিয়েছেন বেবিচক চেয়ারম্যান। জুলাই মাসের মধ্যেই সিদ্ধান্তটি সার্কুলার আকারে জারি করে কার্যকর করা হবে।

আজ সোমবার (৩ জুলাই) সকালে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, রুফটপে হেলিকপ্টার অবতরণের অনুমতি দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এটি জুলাই মাসেই সার্কুলার আকারে জারি করা হবে।

বেবিচক সূত্র জানায়, যেসব ভবনে হেলিকপ্টার নামবে সেটি অবশ্যই অবতরণের জন্য উপযোগী হতে হবে। এজন্য বুয়েট থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেট ছাড়া হেলিপ্যাড স্থাপনের অনুমতি দেওয়া হবে না। এছাড়া দেশের যেকোনো খোলা জায়গা হেলিপ্যাড হিসেবে ব্যবহার করার অনুমতিও দেওয়া হচ্ছে।

আরো পড়ুন:ঢাকায় কর্মস্থলে ফিরছে মানুষ

কয়েক বছর ধরে ঢাকায় হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণের অনুমতি দেওয়া বন্ধ ছিল। এর কারণ হিসেবে বেবিচক জানিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন অনুমতি দিতে মৌখিকভাবে নিষেধ করা হয়েছিল। তারা নিরাপত্তার ঝুকি এবং মাদক পাচারের আশঙ্কার কথা উল্লেখ করেছিল। তাই এতদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ করত।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন