সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ *** ফিলিস্তিন স্বাধীন হলে গ্যাসক্ষেত্র থেকেই বছরে আয় করবে ৪০০ কোটি ডলার

চীনা পুলিশ স্টেশনের মাধ্যমে বিভিন্ন দেশে আতঙ্ক ছড়াচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের বিরুদ্ধে হুমকি ও জবরদস্তিমূলক মামলার পরিপ্রেক্ষিতে, উইঘুর, মরক্কো, ইরানি, তুর্কি ও তিব্বতিদের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জোটের সদস্যরা গত ২০ এপ্রিল বিচার ও নিরাপত্তা মন্ত্রণালয় এবং সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে।

বৈঠকে, জোটের সদস্যরা চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং তুরস্ক, ইরানসহ বিভিন্ন দেশে কিভাবে নিজ নিজ সম্প্রদায়ের সদস্যদের হুমকি প্রদান করে সে বিষয় তুলে ধরেন। তিব্বত সাপোর্ট গ্রুপের সেক্রেটারি, সেরিং জাম্পা নেদারল্যান্ডসে অবস্থিত চীনা পুলিশ স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কি না প্রশ্ন তুলেন।

ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অ্যান্ড সিকিউরিটি (এনসিটিভি) সমন্বয়কারী পুনরায় নিশ্চিত করে বলেন যে রটারডাম এবং আমস্টারডামের দুটি চীনা পুলিশ স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে হুমকি প্রাপ্তদের সুরক্ষা প্রদানের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে এফবিআই নিউইয়র্কে একটি চীনা পুলিশ স্টেশন বন্ধ করে দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র আরো ছয়টি চীনা পুলিশ স্টেশনের সন্ধান পায়।

নিউইয়র্কের বাসিন্দা এবং চীনের হয়ে কাজ করছিল এমন দুইজন ব্যক্তি, লু জিয়ানওয়াং এবং চেন জিনপিং। তাদের আটক করার মাধ্যমে ম্যানহাটনে একটি চীনা পুলিশ স্টেশন বন্ধ করতে সক্ষম হয় এফবিআই।

আরও পড়ুন: ‘আস্থা ভোটে’ জয় পেলেন শাহবাজ শরীফ

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও কয়েক জায়গায় চীনা পুলিশ স্টেশন ছড়িয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গত বছর, মাদ্রিদ-ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী প্রাথমিকভাবে বিশ্বজুড়ে ১০০ টি গোপন চীনা পুলিশ স্টেশনের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।

চীনা কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত এই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সারা বিশ্বে অবস্থানরত চীনা নাগরিকদের উপর গুপ্তচরবৃত্তি পরিচালনা করার দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে চীন এই স্টেশনগুলো শুধুমাত্র পরিষেবা কেন্দ্র হিসেবে অভিহিত করেছে।

জানা যায়, প্রায় ৫৩টি দেশে এই চীনা পুলিশ স্টেশনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশ স্টেশনগুলো বিভিন্ন দেশে অবস্থানরত ভিন্ন মতাবলম্বীদের উপর নজরদারি করে। গত মাসে, কানাডিয়ান পুলিশ মন্ট্রিলের কাছে চীনা পুলিশ ফাঁড়ি বলে সন্দেহ করা দুটি সাইটে তদন্ত শুরু করে।

চীনা নিরাপত্তা সংস্থাগুলো মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বিদ্রোহ এড়াতে বিদেশে অবস্থানরত ভিন্নমতাবলম্বীদের ভয়ভীতি দেখায়। চীন সরকার তার এই গোপন কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বের বিভিন্ন শহরের চায়নাটাউনকে ব্যবহার করে।

এমএইচডি/ আই. কে. জে/

চীন পুলিশ স্টেশন দেশ আতঙ্ক চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন