সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চীনা সহযোগী কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রে বিল উত্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

উইঘুরদের প্রতি মানবাধিকার বিরোধী আচরণের সাথে জড়িত চীনের বিদেশি সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য গত মঙ্গলবার কংগ্রেসে একটি বিল পুনরায় উত্থাপন করেছেন মার্কিন দুই আইন প্রণেতা। এই বিল পাস হলে, এ ধরনের কাজের সাথে জড়িত যেকোনও কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপিত হবে এবং মার্কিন ব্যাংক একাউন্টে থাকা তাদের সমস্ত সম্পদ জব্দ করা হবে।

২০২২ সালে কংগ্রেসের শেষ অধিবেশন চলাকালীন বিলটি প্রাথমিকভাবে উত্থাপন করা হলেও তখন পাস হয় নি। এ ব্যাপারে বলা হয়, গণহত্যার সাথে জড়িত চীনসহ এ নৃশংসতা থেকে লাভবান কোম্পানিগুলোকেও জবাবদিহিতা করতে হবে।

মার্কিন প্রতিনিধি এবং ইন্ডিয়ানার রিপাবলিকান, জিম ব্যাঙ্কস প্রতিনিধি পরিষদে একই ধরনের আইন প্রবর্তন করেন। আইনটি ২০২০ সালে পাস হয়।

মুসলিম উইঘুরদের প্রতি মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য সাম্প্রতিক সময়ে সমালোচনার শিকার হয়েছে চীন। যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ উইঘুরদের উপর চীনের অত্যাচারকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়।

অন্যদিকে কিছু আমেরিকান কোম্পানির বিরুদ্ধেও চীনা সহযোগিতার অভিযোগ উঠেছে।

আই. কে. জে/ 


চীনা সহযোগী কোম্পানি নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে বিল উত্থাপন

খবরটি শেয়ার করুন