বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল *** জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে ১৫ই অক্টোবর *** ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া দণ্ডও বাতিল হবে, অধ্যাদেশ সংশোধন হচ্ছে *** গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতিকে সহায়তা তারেক রহমানের *** জিম্মি উদ্ধারের পর ‘হামাসকে ধ্বংস করতেই হবে’, শঙ্কায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ *** টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় *** ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই *** অভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৫ বাংলাদেশি ‘শিগগির’ দেশে ফিরবেন, আশা অন্তর্বর্তী সরকারের *** দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত রুখে দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: তারেক রহমান

চীনের আমদানি-রপ্তানিতে পতন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

বৈশ্বিক চাহিদা কমার কারণে চীনের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। এক বছর আগের তুলনায় চলতি বছরের আগস্টে দেশটির আমদানি-রপ্তানি কমেছে উল্লেখযোগ্য হারে। এতে চাপ বাড়ছে চীনের ধীর অর্থনীতিতে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)  বিবিসি ও আল-জাজিরা প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগস্টে চীনের রপ্তানি ৮ দশমিক ৮ শতাংশ কমে ২৮৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এতে টানা চারমাস রপ্তানিতে পতন দেখলো দেশটি। একই সময়ে আমদানি ৭ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারে।

চলতি বছরের জুলাইতে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৮০ দশমিক ৬ বিলিয়ন ডলার। তবে আগস্টে তা কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে।

করোনার শূন্যনীতি থেকে বেরিয়ে এসে অর্থনীতিকে চাঙা করতে সম্প্রতি নানা ধরনের পদক্ষেপ নিয়েছে চীনের নেতারা। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে ঋণ নেওয়ার নিয়ম শিথিলের পাশাপাশি মর্টগেজে সুদ হার কমিয়েছে। ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে দিচ্ছে শুল্ক ছাড়।

তবে গত বছর থেকে ইউরোপ ও এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপরই কমতে থাকে চীনের রপ্তানি।

মূলত করোনা পরবর্তী কিছু চ্যালেঞ্জের মুখোমুখি চীন। এর মধ্যে অন্যতম হলো প্রোপার্টি সংকট ও দুর্বল ভোক্তা ব্যয়।

করোনাভাইরাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের পরিপ্রেক্ষিতে চীনে তৈরি পণ্যের বৈশ্বিক চাহিদা কমে গেছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

এসকে/ 

চীন অর্থনীতি আমদানি রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250