সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাটজিপিটির নতুন ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটির নতুন একটি সংস্করণ আনার ঘোষণা দিয়েছে ওপেনএআই। যার ফলে তাদের আর্থিক পৃষ্ঠপোষক মাইক্রোসফটের সঙ্গে গ্রাহকসেবায় কোম্পানিটির প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে।

চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ সংস্করণটি বাণিজ্যিক গ্রাহকদের ওপেনএআইয়ের প্রযুক্তিগুলোকে বাড়তি নিরাপত্তা ও প্রাইভেসির সঙ্গে ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেবে। এর শুরুর দিকের গ্রাহকদের মধ্যে ব্লক, কারলাইট এবং এসটি লাউডার কোম্পানি আছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

ব্যাক্তিগত ব্যবহারকারীদের লক্ষ্য করে ওপেনএআই গত নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে ছাড়লে সঙ্গে সঙ্গে তুমুল সাড়া পড়ে। কোড লেখা থেকে শুরু করে নানান ধরনের কাজের অংশ হয়ে দাঁড়ায় প্রযুক্তিটি, এবং জানুয়ারির মধ্যে মাসিক সক্রিয় গ্রাহকসংখ্যা দশ কোটিতে গিয়ে পৌঁছে।

তবে চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ গ্রাহকদের অ্যাজিউর সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক নয় বলেছে ওপেনএআই। ইতোপূর্বে ওপেনএআই এবং মাইক্রোসফট একই সেবাকে আলাদা আলাদাভাবে ব্যবহার করেছে, তবে গ্রাহক নিয়ে কোম্পানি দুটোর মধ্যে প্রতিযোগিতা কেমন হতে যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

আর.এইচ / আই.কে.জে/

চ্যাটজিপিটি

খবরটি শেয়ার করুন