রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছুটির দিনে পাতে রাখতে পারেন মজাদার মুড়িঘণ্ট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আমাদের প্রত্যেকের বাড়িতে কমবেশি ছুটির দিনে বাহারি রকমের পদ রান্না করা হয়। পোলাও-মাংসের বদলে এবার না হয় ছুটির দিনে পাতে রাখুন মুড়িঘণ্ট। ঘরে রুই মাছের মাথা থাকলে আজ রাঁধতে পারেন দারুণ স্বাদের মুড়িঘণ্ট।

সাধারণত বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করা হয়। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। অনেকেই খাবারটি ঠিকভাবে রান্না করতে পারেন না। ডাল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ-

১. রুই মাছের মাথা ১টি ও মাছ ২ টুকরো

২. পেঁয়াজ কুঁচি ১ কাপ

৩. গরম মসলা ও তেজপাতা ১টি

৪. এলাচ ২টি ও দারুচিনি ১ টুকরো

৫. কাঁচা মরিচ ২টি

৬. মুগ ডাল ১/৪ কাপ

৭. পোলাও চাল ২-৩ টেবিল চামচ

৮. আদা বাটা ১ টেবিল চামচ

৯. রসুন বাটা আধা টেবিল চামচ

১০. হলুদ ১ চা চামচ

আরো পড়ুন : শীতের দুপুরে খান সুস্বাদু সবজি পোলাও, রইলো রেসিপি

১১. লবণ পরিমানমতো

১২. মরিচ গুঁড়া ১ চা চামচ

১৩. টালা জিরা গুঁড়া ১ চা চামচ

১৪. কুসুম গরম পানি পরিমাণমতো

১৫. আস্ত কাঁচা মরিচ ২টি

১৬. পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ

১৭. ধনেপাতা কুঁচি ১/৪ কাপ ও

১৮. তেল/ ঘি আধা কাপ।

পদ্ধতি-

প্রথমে মুগ ডাল একটি প্যানে টেলে নিন। এবার ২০-২৫ মিনিট ভেজে নেওয়া ডাল পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ডাল ও পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাছের মাথা ও টুকরোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এর সঙ্গে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে তেলে ভেঁজে তুলে রাখুন।

মাছ ভাজা হলে তেলে একে একে গরম মসলা, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিন। পেঁয়াজ বাদামি করে ভেজে সামান্য পানি দিন। এরপর এতে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ ও জিরা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মসলা কষানো হলে এর মধ্যে ডাল ও পোলাও চাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প পানি দিন। এ পর্যায়ে চুলার আঁচ মাঝারি রেখে পাত্র ঢেকে দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন।

৫-৬ মিনিট পর ডালের মধ্যে মাছের মাথা ভেঙে দিন। সব একসঙ্গে এবার কষিয়ে নিন। মাছের মাথা কষানো হলে অল্প করে পানি দিয়ে ঢেকে রান্না করুন।

ঝোল মাখামাখা হলে উপরে ধনেপাতা ও আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মুড়িঘণ্ট।

এস/ আই. কে. জে/ 


ছুটির দিনে মুড়িঘণ্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন