শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত *** ‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’ *** ‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার সেই কদ্দুস মিয়ার *** ‘ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান, আঙুল বাঁকিয়ে কেন’ *** বাংলাদেশ সীমান্তে যে কারণে নতুন ৩ সামরিক ঘাঁটি বানাচ্ছে ভারত *** নির্বাচন হলে ক্ষমতা থাকবে ভারতের কাছে: ফরহাদ মজহার *** বাংলাদেশ সীমান্তবর্তী আসামে সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত *** জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত চান ক্রিকেটারেরা *** নির্বাচনে খরচ করার মতো টাকা নেই উপদেষ্টা আসিফ মাহমুদের *** নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রব জেটেন

জরিপের তথ্য

জনপ্রিয়তা বাড়ছে হামাসের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনিদের চারজনে প্রায় তিনজনই মনে করেন, গত ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা সঠিক ছিল। একইসঙ্গে গাজায় চলমান যুদ্ধের মধ্যে সেখানকার এমনকি পশ্চিম তীরের প্যালেস্টাইনিদের মধ্যেও হামাসের সমর্থন বেড়েছে। নতুন এক জরিপে তথ্য জানা গেছে। 

জরিপটি চালিয়েছে প্যালেস্টাইনিনের জরিপ সংস্থা ‘দ্য প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি সার্ভে অ্যান্ড রিসার্চ' (পিসিপিএসআর)। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা হামলায় ব্যাপকমাত্রায় প্যালেস্টাইনিদের নিহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে থাকার মধ্যে জরিপের এই ফল প্রকাশ হল।

গাজায় ইসরায়েলের হামলা তিনমাসে গড়িয়েছে। এই যুদ্ধের মধ্যে পরিচালিত জনমত জরিপে অংশ নেওয়াদের ৭২ শতাংশই বলেছে, দক্ষিণ ইসরায়েলে ঢুকে হামাসের হামলা চালানো সঠিক ছিল, তা এর পরিণতি এখন পর্যন্ত যা-ই হয়ে থাকুক না কেন। আর মাত্র ২২ শতাংশ প্যালেস্টাইনি হামাসের ওই হামলা ঠিক ছিল না বলে মত দিয়েছে। বাকিরা এ ব্যাপারে কোনও মত প্রকাশ করেনি।

আরো পড়ুন: ৩৩ দেশ পাবে ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা

পিসিপিএসআর এর জরিপে দেখা গেছে, যুদ্ধের আগের জরিপে হামাসের প্রতি প্যালেস্টাইনিদের যে সমর্থন ছিল, তার তুলনায় এখন গাজায় হামাসের প্রতি সমর্থন আরো বেড়েছে এবং পশ্চিম তীরে হামাসের প্রতি সমর্থন তিনগুণেরও বেশি বেড়ে গেছে। 

জরিপে দেখা গেছে, যুদ্ধে হামাসের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে গাজার ৫২ শতাংশ প্যালেস্টাইনি আর পশ্চিম তীরের ৮৫ শতাংশ প্যালেস্টাইনি অর্থাৎ, সামগ্রিকভাবে ৭২ শতাংশ প্যালেস্টাইনি হামাসের পক্ষে মত দিয়েছে। আর মাত্র ১১ শতাংশ প্যালেস্টাইনি, প্যালেস্টাইনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে।

পিসিপিএসআর এর জরিপে দেখা গেছে, গাজার ৪৪ শতাংশ প্যালেস্টাইনিরা বলেছে, ১ দিন বা ২ দিনের জন্য তাদের পর্যাপ্ত খাবার ও পানি আছে। আর ৫৬ শতাংশ বলেছে,তাদের খাবার ও পানি নেই। এছাড়া, গাজার প্রায় দুই-তৃতীয়াংশ (৬৪ শতাংশ) বলেছে, যুদ্ধে তাদের পরিবারের অন্তত একজন সদস্য নিহত কিংবা আহত হয়েছে। 

সূত্র: রয়টার্স 

এইচআ/  আই.কে.জে

হামাস জরিপ জনপ্রিয়তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250