বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয়তার শীর্ষে ফিরলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয়তায় আবারও শীর্ষে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনিয়ে মোট ৪ বার শীর্ষ অবস্থান অর্জন করলেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক কনসালট্যান্সি প্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের সাম্প্রতিক জরিপে এ তথ্য জানা গেছে। 

সম্প্রতি হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মোদির নেতৃত্বে আস্থা আছে ৭৬ শতাংশ মানুষের। অন্যদিকে তার বিপক্ষে মত দিয়েছেন ১৮ শতাংশ জনগণ। সর্বশেষ ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জরিপ চালিয়েছে প্রতিষ্ঠানটি। এতে অংশ নেন বিভিন্ন দেশের ৫ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ। 

মোদির পরেই আছে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। ৬৬ শতাংশ মানুষ তাকে সমর্থন জানিয়েছেন। এছাড়া ৫৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেট।

তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তিনি পেয়েছেন ৪৯ শতাংশ ভোট। ৪৭ শতাংশ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ৩৭ শতাংশ সমর্থন নিয়ে অষ্টম হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এর আগে ২০২১ ও ২০২২ সালেও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই নেতা। 

এইচআ/ আই.কে.জে/

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরিপ জনপ্রিয়তা শীর্ষ অবস্থান জনমত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250