ইলন মাস্কও মার্ক জাকারবার্গ
খাঁচাবন্দী লড়াই নিয়ে বর্তমান 'এক্স' টুইটারের মালিক ইলন মাস্ক পিছু হটছেন বলে অভিযোগ জানিয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।
সোমবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা বিবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, রবিবার মেটার নতুন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম থ্রেডসে একটি পোস্টে মার্ক জাকারবার্গ লিখেছেন, “তিনি ইলন মাস্ককে খাঁচা লড়াইের একটি তারিখ প্রস্তাব করেছিলেন কিন্তু প্রতিদ্বন্দ্বী উদ্যোক্তা মাস্ক নানারকম অজুহাত দেখাচ্ছেন।“
জাকারবার্গ থ্রেডসে আরও জানান, “লড়াই এর জন্য কোন তারিখ নিশ্চিত করছে না ইলন। এখন বলছে যে তার নাকি অস্ত্রোপচারের প্রয়োজন। তিনি এখন আমাকে আমার বাড়ির উঠোনে অনুশীলন করতে বলে।“
খাঁচাবন্দী এই লড়াইকে মাস্ক গুরুত্ব দিচ্ছে না অভিযোগ করে জাকারবার্গ আরও লিখেন, “ইলন যদি সত্যিই এই লড়াইয়ের আয়োজন করতে চান, তাহলে আমার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে তা তার ভালোই জানা আছে। তা নাহলে এ বিষয়ে আলোচনা এখন বন্ধ করা উচিত।"
তবে জাকারবার্গের এই অভিযোগের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মেটা বস জাকারবার্গকে “মুরগি” বলে কটূক্তি করেন।
মূলত জুন মাসে একটি টুইটকে কেন্দ্র করে এই ঘটনার শুরু হয়। সে সময় ইলন মাস্ক জাকারবার্গের সঙ্গে কেজ ফাইটের কথা ভাবছি লিখে টুইট করেন। আর সেটা জাকারবার্গের নজরে এলে সেটির স্ক্রিনশট নিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাকে ঠিকানা দিন।’
এরপর থেকেই বিষয়টি গণমাধ্যমসহ জনগণের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠে। গত রবিবার এক বার্তায় ইলন মাস্ক জানান, ইতালিতে হবে এই খাঁচাবন্দী লড়াই এবং থিম হবে প্রাচীন রোমের। এই বিষয়ে ইতালির সংস্কৃতিমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলেও জানান মাস্ক।
সূত্রঃ বিবিসি
এসকে/
খবরটি শেয়ার করুন