মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান *** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

জাকারবার্গকে ‘মুরগি’ বললেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ইলন মাস্কও মার্ক জাকারবার্গ

খাঁচাবন্দী লড়াই নিয়ে বর্তমান 'এক্স' টুইটারের মালিক ইলন মাস্ক পিছু হটছেন বলে অভিযোগ জানিয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।

সোমবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা বিবিসি নিউজ।  

প্রতিবেদনে বলা হয়, রবিবার মেটার নতুন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম থ্রেডসে একটি পোস্টে মার্ক জাকারবার্গ লিখেছেন, “তিনি ইলন মাস্ককে খাঁচা লড়াইের একটি তারিখ প্রস্তাব করেছিলেন কিন্তু প্রতিদ্বন্দ্বী উদ্যোক্তা মাস্ক নানারকম অজুহাত দেখাচ্ছেন।“

জাকারবার্গ থ্রেডসে আরও জানান, “লড়াই এর জন্য কোন তারিখ নিশ্চিত করছে না ইলন। এখন বলছে যে তার নাকি অস্ত্রোপচারের প্রয়োজন। তিনি এখন আমাকে আমার বাড়ির উঠোনে অনুশীলন করতে বলে।“

খাঁচাবন্দী এই লড়াইকে মাস্ক গুরুত্ব দিচ্ছে না অভিযোগ করে জাকারবার্গ আরও লিখেন, “ইলন যদি সত্যিই এই লড়াইয়ের আয়োজন করতে চান, তাহলে আমার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে তা তার ভালোই জানা আছে। তা নাহলে এ বিষয়ে আলোচনা এখন বন্ধ করা উচিত।"

তবে জাকারবার্গের এই অভিযোগের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মেটা বস জাকারবার্গকে “মুরগি” বলে কটূক্তি করেন।

মূলত জুন মাসে একটি টুইটকে কেন্দ্র করে এই ঘটনার শুরু হয়। সে সময় ইলন মাস্ক জাকারবার্গের সঙ্গে কেজ ফাইটের কথা ভাবছি লিখে টুইট করেন। আর সেটা জাকারবার্গের নজরে এলে সেটির স্ক্রিনশট নিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাকে ঠিকানা দিন।’

এরপর থেকেই বিষয়টি গণমাধ্যমসহ জনগণের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠে। গত রবিবার এক বার্তায় ইলন মাস্ক জানান, ইতালিতে হবে এই খাঁচাবন্দী লড়াই এবং থিম হবে প্রাচীন রোমের। এই বিষয়ে ইতালির সংস্কৃতিমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলেও জানান মাস্ক।

সূত্রঃ বিবিসি 

এসকে/

ইলন মাস্ক টুইটার মার্ক জুকারবার্গ ফেইসবুক টুইটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন