ছবি: সংগৃহীত
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, সম্প্রতি উত্তর ইন্ট্যারেকশন ২০২৩ এর সামরিক অনুশীলনের অংশ হিসেবে রাশিয়া এবং চীনের সেনারা বিমান হামলার অনুশীলন চালায়। নিজেদের দক্ষতা উন্নত করতে রাশিয়া ও চীনের সদস্যরা বিভিন্নভাবে ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে রাশিয়ান যুদ্ধ জাহাজগুলো একে-১০০ এবং একে-১৯০ নৌ কামান ব্যবহার করে শত্রু জাহাজে হামলার অনুশীলন করে।
তাছাড়া অনুশীলনের অংশ হিসেবে টাস্ক ফোর্সের সদস্যরা বিমান বিধ্বংসী ফায়ারিং অস্ত্র ব্যবহার করে। রাশিয়ার অ্যাডমিরাল ট্রিবিউটের মালিকানাধীন বৃহৎ অ্যান্টি-সাবমেরিন ক্রুজারে ইনস্টল করা একটি মেশিনগান ব্যবহার করে রাশিয়ান এবং চীনা নাবিকেরা সামুদ্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ একটি ভাসমান খনিও ধ্বংস করেন। রাশিয়ান বার্তা সংস্থা তাস জানায়, তারা দ্রুত কিভাবে শত্রুর মোকাবেলা করা যায় তা নিয়েও মহড়া দিয়েছে।
আরো পড়ুন: রাশিয়ার ওপর ফের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক সামরিক সহযোগিতা পরিকল্পনা অনুযায়ী ২০ জুলাই জাপান সাগরে যৌথ রুশ-চীনা নৌ মহড়া শুরু হয়। এ মহড়া ২৩ জুলাই পর্যন্ত চলবে। এই মহড়ার প্রাথমিক উদ্দেশ্য হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার সামগ্রিক লক্ষ্যসহ রাশিয়া ও চীনের মধ্যে নৌ সহযোগিতা জোরদার করা। রাশিয়ান নৌবাহিনীর ড্রিলের সময় প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বেশ কয়েকটি জাহাজ এর প্রতিনিধিত্ব করবে।
এছাড়াও, সাবমেরিন বিধ্বংসী বিমান, হেলিকপ্টার এবং ফাইটার ইন্টারসেপ্টরসহ ৩০ টিরও বেশি নৌ বিমান এ বিমান মহড়ায় অংশ নেবে।
এম এইচ ডি/ আই. কে. জে/