রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি!

জি-২০ উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সামনে আনবে: ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

জি-২০ অন্যসব সাধারণ বৈশ্বিক কোন কার্যক্রম নয় বরং এটি বিশ্বের সমস্ত উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উদ্বেগের বিষয় সম্পর্কে আলোচনা করছে বলে মন্তব্য করছেন যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান "বন্দে মাতরম" গাওয়া হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) লন্ডনে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করেন। 

তিনি বলেন, ভারতের স্বাধীনতার পর দারিদ্র‍্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এমন অনেক কাজ করার ছিল। একইসাথে দাঙ্গার মতো বিভিন্ন ঘটনার সাথে জড়িত সম্প্রদায়গুলোকে একত্রিত করাটাও অনেক জটিল ছিল।

বর্তমানে ভারত যে অবস্থান অর্জন করেছে তা অত্যন্ত জটিল ছিল। জি-২০ ভারতকে বিশ্বের বুকে নিজেকে পরিচিত হওয়ার সুযোগ প্রদান করে।

রাশিয়ায় ভারতীয় দূতাবাস বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকদের সাথে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেন। রাষ্ট্রদূত পবন কাপুর মহাত্মা গান্ধীকে স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন।

তাছাড়া কুয়েতে ভারতীয় দূতাবাস স্বাধীনতা দিবস উদযাপন করেছে৷ ইন্দোনেশিয়ার একটি শহর মেদানে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

নেপালেও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জাতীয় পতাকা উত্তোলন করেন।

স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে বিক্রম দোরাইস্বামীসহ ভারতের সেনা কর্মকর্তা, ভারতের এনসিসি ক্যাডেট এবং ব্রিটিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।ভারতীয় নাগরিক ছাড়াও বিপুল সংখ্যক ব্রিটিশ নাগরিকেরা এ আয়োজনে অংশ নেন। 

আর.এইচ

ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন