সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির সরকার ভারতের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে *** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি *** নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান *** রেগুলেটরি টি সেল আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী *** আমাদের কী মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি *** সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে: আইএসপিআর *** শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: ভারতীয় পররাষ্ট্রসচিব *** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

টানা চতুর্থ শিরোপা জয়ের উৎসবে মেতেছে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

বসুন্ধরা কিংস - ছবি: সংগৃহীত

তিন ম্যাচ বাকি থাকতেই গত মে মাসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। কিন্তু লিগের সবগুলো ম্যাচ শেষ না হওয়ায় ট্রফি উঠেনি তাদের হাতে।

অবশেষে শুক্রবার (১৪ জুলাই) আসল সে কাঙ্ক্ষিত দিন। আনুষ্ঠানিকভাবে ট্রফি হাতে পাওয়ার দিনে আবাহনী ঢাকাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের আনন্দ দ্বিগুণ করেছে কিংস। এ নিয়ে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা জিতল তারা। তাতে দেশের ইতিহাসে প্রথম কোনো পেশাদার ক্লাব হিসেবে টানা সর্বোচ্চ লিগ শিরোপা জয়ের রেকর্ড গড়েছে তারা।

এর আগে শুক্রবার লিগের শেষ ম্যাচে কিংস অ্যারেনায় শুরু থেকেই ঢাকা আবাহনীর ওপর চড়াও হতে থাকে স্বাগতিকরা। ম্যাচের নবম মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মিগেল দামাসেনা। কিন্তু ছয় গজ বক্সের সামনে থেকেও ওয়ান অন ওয়ান অবস্থানে তিনি গোল করতে ব্যর্থ হন। কাঙ্ক্ষিত সাফল্য আসতে অবশ্য খুব বেশি দেরি হয়নি।


বসুন্ধরা কিংস - ছবি: সংগৃহীত

ম্যাচের ২১ মিনিটে মিগেল দামাসেনার ফ্রি-কিক আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম ঝাঁপিয়ে ফেরালেও ফিরতি বল অনায়াসে জালে পাঠান দরিয়েলতন গোমেজ। তাতে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কিংস বাহিনী।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে আবাহনী। আসরের রানার্স আপদের সামনে সুযোগও ছিল ম্যাচে ফেরার। কিন্তু ৫২ মিনিটে সুবর্ণ সুযোগ মিস করেন হতাশা বাড়ান পিটার নোরা। ২৩ মিনিট আবাহনী গোলরক্ষক শহিদুল আলমের বাধায় ব্যবধান দ্বিগুণ করতে ব্যর্থ হন কিংস মিডফিল্ডার মিগেল দামাসেনা।

আরো পড়ুন:৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ বাস্তবায়নে ফেডারেশনগুলোকে উয়েফার চিঠি

 পরবর্তী সময়েও আরও একাধিক সুযোগ নষ্ট করেন দরিয়েলতন-রবসনরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট করেন আবাহনীর ফরোয়ার্ড এলিটা কিংসলে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কিংস।

এম/


বসুন্ধরা কিংস -

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250