রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ! *** ভারতের মথ ডাল এ দেশে এসে মুগ ডাল হয়ে যাচ্ছে কেন *** জাহানারা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি

টুইটারের ফি হতে পারে ৩৫ লাখ ডলারের বেশি!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমানের এক্স বা সাবেক টুইটারের বিরুদ্ধে মোট দুই হাজার ২০০টি সালিশী মামলা করেছে প্রাক্তন কর্মীরা, যেগুলোর ফি হতে পারে ৩৫ লাখ মার্কিন ডলার।

ডেলাওয়্যার ডিস্ট্রিক্ট কোর্টে সোমবার ক্রিস উডফিল্ড নামের এক ব্যাক্তির দায়ের করা নতুন একটি মামলায় এ সংশ্লিষ্ট তথ্য সামনে এসেছে।

টুইটারের সিয়াটল অফিসে কর্মরত সাবেক জ্যেষ্ঠ নেটওয়ার্ক প্রকৌশলি উডফিল্ড বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী তাকে অর্থ দেয়নি কোম্পানিটি। সে সময় তার কাছে নিবন্ধনের প্রয়োজনীয় অর্থ না থাকার ফলে তাকে অলাভজনক মধ্যস্থতাকারী সংস্থা জেএএমএসের দ্বারস্থ হতে হয়।

সংস্থাটির ওয়েবসাইট বলছে, “যেখানে দু পক্ষের বিবাদ বিদ্যমান সেসব মামলার ফি দুই হাজার ডলার” এবং “নিয়োগ সংক্রান্ত কোনো চুক্তি বা অঙ্গীকারনামা সংক্রান্ত বিবাদ মীমাংসার ক্ষেত্রে কর্মীদের দিতে হবে চারশো ডলার।”

নূন্যতম ফি সবাইকেই দিতে হবে এবং মোট দুই হাজার দুইশো সালিসী মামলা হিসাব করলে তা দাঁড়াবে ৩৫ লাখ ডলার এবং এর সঙ্গে অন্যান্য ফিও যোগ হতে পারে, বলেছে জেএএমএস।

এক্স-এর আইনজীবি এর সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলেছেন, তারা যেহেতু কর্মীদের কোনো সালিশরফার আশ্বাস দেয়নি, তাই নিবন্ধন ফি’র বেশিরভাগ এক্স কে বহন করতে হবে, এমনটা ভাবার সুযোগ নেই।

এর মধ্যে উডল্যান্ড এবং অন্যান্যরা সালিশ থেকে বের হয়ে মামলাগুলোকে বিচারের আওতায় নিতে চেষ্টা করে যাচ্ছেন, বলেছে সিএনবিসি।

আর.এইচ

টুইটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250