ছবি: সংগৃহীত
রুপালি পর্দার গুণী অভিনেত্রী সুজাতার পাশে মানবতার হাত বাড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন। তিনি বনশ্রীর একটি ভাড়া বাসায় আর্থিক অসচ্ছলতার সঙ্গে দিনযাপন করছিলেন। বিষয়টি ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নজরে এলে তিনি সুজাতা আজিমের আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন। তার নির্দেশনার আলোকে ওয়ারীর লালচান মকিম লেনের বাসা নং ৪৩,৪৩/২,৪৩/৩ সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেন ঢাকা জেলা প্রশাসক।
সময়ের নিষ্ঠুর পরিক্রমায় গুণী এই শিল্পী পারিবারিক জীবনে আজ অনেকটা অসহায়। তার আবেদনের প্রেক্ষিতে এবং জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনার আলোকে মঙ্গলবার রূপালি পর্দার এই গুণী শিল্পীর হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির (অর্পিত সম্পত্তি) দখল হস্তান্তর করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, সপরিবারে চিত্রনায়িকা সুজাতা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: আমার দোষ হলে শাকিবের সঙ্গে সংসার করতে চাইতাম না: বুবলী
চিত্রনায়িকা সুজাতা তার আবেগঘন বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় জেলা প্রশাসক বলেন, গুণী জ্ঞানী বিশিষ্টজন যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও জনকল্যাণমুখী সংগঠন সমূহের জন্য উদ্ধার করা খাস জমি/ অর্পিত সম্পত্তি পরবর্তীতে বরাদ্দ দেওয়া হবে।
এসি/ আই. কে. জে/