ছবি: সংগৃহীত
অনেক নীতি বিশ্লেষকদের বিশ্বাস সামাজিক মিডিয়া সংস্থাগুলোর তথ্য চুরির ব্যাপারে প্রতিরোধ আরো জোরদার করা উচিত। এ ধরনের সমস্যা সৃষ্টির ক্ষেত্রে টিকটকই প্রথম নয়। উইচ্যাটের মতো আরো অনেক এপ এ ধরনের কাজ করে যাচ্ছে এবং তারা চীনা কমিউনিস্ট পার্টির সাথেও সংযুক্ত।
তবে চীনা মালিকানাধীন এপগুলোই একমাত্র তথ্যচুরির দায়ে অভিযুক্ত নয়। অনেক আধুনিক গাড়িগুলোও সম্প্রতি তথ্যচুরি করছে। এগুলো মালিকের গতিবিধি, কথাবার্তা সবকিছুই পর্যবেক্ষণ করতে সক্ষম।
আরো পড়ুন: চীন আফগানিস্তানে বিনিয়োগ বাড়ালেও সন্ত্রাসী চ্যালেঞ্জর সম্মুখীন
গত বছরে, অটোমেশিন চালিত শিল্পে এপিআই ভিত্তিক হুমকির সংখ্যা বেড়েছে ৩৮০ শতাংশ। হুমকি প্রদানকারীদের মধ্যে শীর্ষে রয়েছে চীন।
মূল সমস্যাটি হল যে গাড়ি নির্মাতারাই এই অটো ডেটা নিয়ন্ত্রণ করে।
এসি/ আই.কে.জে/