রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

তিন খানের মধ্যে কারিনার প্রিয় কোন খান?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী কারিনা কাপুর খান। দুই দশকের বেশি সময়ের অভিনয় জীবনে নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন। প্রেমের ছবি হোক বা ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবি, এমনকি কাল্পনিক বিজ্ঞানের ছবিতেও অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছেন কারিনা।

সম্প্রতি ওটিটি জগতে পা রেখেও নিজের কাজের জন্য প্রশংসিত হয়েছেন তিনি। ইতোমধ্যে মুক্তি পেয়েছে তার থ্রিলার ঘরানার ছবি ‘জানে জান’। মুক্তির অপেক্ষায় ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। ওটিটিতে বিজয় বার্মা, জয়দীপ আহলাওয়াতের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করলেও বড় পর্দায় বলিউডের বড় বড় তারকাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন কারিনা। সেই তালিকায় আছেন তিন খানও। শাহরুখ, সালমান ও আমির। তাদের মধ্যে কোন খানকে সবচেয়ে এগিয়ে রাখেন অভিনেত্রী?

আরো পড়ুন : দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে অমিতাভ-শাহরুখ জুটি!

করণ জোহরের ‘কভি খুশি কভি গম’ ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করলেও ‘অশোকা’, ‘রা ওয়ান’ ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন কারিনা। অন্যদিকে, সালমানের সঙ্গে ‘বডিগার্ড’ এবং আমিরের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’, ‘লাল সিং চাড্ডা’ ছবিতে জুটি বাঁধেন তিনি।

কারিনার মতে, শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অন্য সবার চেয়ে আলাদা। তিনি বলেন, আমির কোনো একটা ছবিতে অভিনয় করার সময় সেই ছবির কলাকুশলীদের সঙ্গে ওঠাবসা করেন। সেটেই খাওয়া-দাওয়া করতে ভালোবাসেন, সিনেমা ছাড়া অন্য কিছু নিয়ে কথাও বলেন না তিনি। মাঝে মাঝে তো আমির এত মগ্ন হয়ে যেতেন যে, আমি গিয়ে তাকে শান্ত করতাম।

আর শাহরুখ? কারিনার কথায়, শাহরুখ অন্য মাটির তৈরি। কেউ তার মতো নয়। শাহরুখ যথার্থ বাদশা। সেটে সবার খেয়াল রাখা থেকে শুরু করে সবার সঙ্গে মিলেমিশে থাকা– সবটুকু করেন শাহরুখ। একটা সিনেমার সেটকে যেন বাড়ির মতো সুন্দর বানিয়ে তোলেন তিনি।

তারকা হিসেবে কে এগিয়ে তাহলে? কারিনার জবাব, আমি তো বলব, ‘জওয়ান’-এর পরে শাহরুখই সবচেয়ে বড় তারকা।

বলিউডের তিন তারকার সঙ্গে কাজ করলেও বাস্তব জীবনে চতুর্থ জনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কারিনা। ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন অভিনেত্রী। সম্প্রতি নিজেদের ১১তম বিবাহবার্ষিকী পালন করলেন যুগল। দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে সুখের সংসার কারিনা ও সাইফের।

এস/ আই. কে. জে/


কারিনা কাপূর খান প্রিয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250