মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যারা শুল্ক কমানোর অনুরোধ করেছে, তাদের সঙ্গে আলোচনা করা হবে: ট্রাম্প *** সিলেটসহ বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ *** দেশবাসীকে নিয়ে ‘মার্চ ফর গাজা'য় অংশ নেবেন মাহমুদউল্লাহ *** রাষ্ট্রপতি পদক পেলেন পুলিশ সদস্য রিয়াদ *** স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের *** ভারতের রাষ্ট্রপতির সম্মতি, ওয়াক্‌ফ বিল আইনে পরিণত *** ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে ক্রিকেটাররা *** পাল্টা শুল্ক স্থগিতের অনুরোধ করে ট্রাম্পকে চিঠি প্রধান উপদেষ্টার *** প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ পর্বতের চূড়ায় বাবর আলী *** ‘ইন্ডিয়ান আইডল’ কলকাতার মানসী ঘোষ

তিন প্রস্তাব গ্রহণ করলো বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতে আগামী নির্বাচনকে সামনে রেখে বিজেপির একজন প্রার্থীর বিরুদ্ধে ‘ইন্ডিয়া’র একজন প্রার্থী দেয়া, ১৪ সদস্যের সমন্বয় কমিটির মাধ্যমে যৌথ প্রচার কৌশল চূড়ান্তকরণ এবং ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’ স্লোগান শীর্ষক রাজ্যে রাজ্যে জনসমাবেশ ও প্রচার কর্মসূচি বিষয়ক প্রস্তাব গ্রহণ করেছে ভারতের বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’।  

মুম্বাইয়ে দুই দিনের বৈঠক শেষে জোটের নেতারা ভারতীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ বৈঠকের ব্যাপারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, “দেশের উন্নয়ন নিয়ে ‘ইন্ডিয়া’র সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি নিয়ে এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা।” 

এসময় তিনি সীমান্তে চীনের সেনাবাহিনীর আগ্রাসনের ব্যাপারে বলেন, “লাদাখে আমাদের জমি দখল করেছে চীন। আমি নিজে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখেছি।”

এদিকে বৈঠক শেষে শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৌতম আদানির বন্ধুত্বকে কটাক্ষ করে সাংবাদিকদের বলেছেন, “বন্ধুদের পরিবারতন্ত্র (নরেন্দ্র মোদি ও আদানি পরিবার) চলবে না। আমরা ভয়মুক্ত ভারত গড়বো।” 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সাংবাদিকদের বলেছেন, “আমরা সকলেই আলাদা আলাদা রাজনৈতিক দলের প্রতিনিধি। কিন্তু আজ আমরা এক মঞ্চে এসেছি। কারণ একটাই- দেশকে বাঁচাতে হবে। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে হবে।”

বৈঠক শেষে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীওয়াল সাংবাদিকদের বলেন, “আমাদের ‘ইন্ডিয়া’ শুধু ২৭-২৮টা দলের জোট নয়, দেশের ১২৬ কোটি জনতার জোট। একবিংশ শতকের ভারতকে নির্মাণ করাই আমাদের উদ্দেশ্য।”

এসময় কেজরীওয়াল আরো বলেন, “মোদী সরকার স্বাধীন ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ও সবচেয়ে অহঙ্কারী সরকার।’’ 

এদিকে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু গৌতম আদানির বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রতিবেদন প্রকাশ করেছে দুটি প্রথম সারির বিদেশি সংবাদপত্র। সেই প্রতিবেদনে আদানি গ্রুপ কর ফাঁকি দেওয়ার জন্য মরিশাসে টাকা পাঁচার করছে বলে অভিযোগ তোলা হয়েছে। 

এব্যাপারে কেজরীওয়াল বলেন,“বিদেশি প্রথম সারির সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে-  ভারত সরকার এখন একজন মাত্র মানুষের (গৌতম আদানি) লাভের জন্য কাজ করছে।”

এসময় মুম্বইয়ে দুইদিনের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে কেজরীওয়াল বলেন, “এর পর বড় বড় শক্তি আমাদের ঐক্য ভাঙার চেষ্টা শুরু করবে। চেষ্টা হবে অন্তর্বিরোধের কথা ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করার। আমাদের সকলকে সতর্ক থাকবে হবে। বৈঠকে সকলে দায়িত্ব ভাগ করে নিয়েছেন। কেউ আসন সমঝোতা, কেউ প্রচার, কেউ সমন্বয়, কেউ সমাজমাধ্যমের দায়িত্বে রয়েছেন। এবার এগিয়ে যাওয়ার পালা।”

বৈঠক শেষে আরজেডি প্রধান লালুপ্রসাদ সাংবাদিকদের বলেছেন, “দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদের মুখে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে মোদী সরকার। সেই সরকারকে সরিয়েই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলব।”

এসময় মোদীর বিরুদ্ধে লড়াইয়ে রাহুল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে আলাদা ভাবে উল্লেখ করেন তিনি।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 


‘ইন্ডিয়া’ বিজেপি রাহুল গান্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন