ছবি-ফাইল
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর রাজনীতিতে আসা নিয়ে চলছে বেশ গুঞ্জন। জোর কদমে চলছে দাদাগিরির সিজন ১০। টিআরপি তালিকাতেও দুর্দান্ত ফল সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই রিয়েলিটি শো। খেলতে আসা প্রতিযোগীদের মাতিয়ে রাখেন দাদা।
তাই শুধু যে তারকা স্পেশাল এপিসোডগুলি হিট হয় এমনটা নয়, বরং সাধারণের উপস্থিতিতেও দাদাগিরি হয়ে ওঠে আসাধারণ। আর যদি কচি-কাঁচারা থাকে, তাহলে তো কথাই নেই। খুদেদের সঙ্গে নিজেও বাচ্চা হয়ে যান সৌরভ।
খুদেদের একটি এপিসোডের প্রোমো সম্প্রতিই শেয়ার করা হয়েছে চ্যানেলের তরফে। যেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট ছেলে শাঁখে ফুঁ দিতে গিয়ে বেশ নাজেহাল। যদিও সেকথা মানতে নারাজ সে। সৌরভকে বলেন, ‘এতক্ষণ ভালোই বাজছিল।
আরো পড়ুন: তিন দেশে যে কারণে নিষিদ্ধ সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমা
তোমার সামনে এসে এরকম হচ্ছে।’ ওমা আরেক খুদে আবার হাতে প্ল্যাকার্ড নিয়ে চিৎকার জুড়েছে ‘ভোট দাও, ভোট দাও’। যা দেখে সৌরভ বলেন, ‘তুই একেবারে রেডিমেড। ১৮ হলেই আমি পাঠিয়ে দেব।’
রাজনীতি নিয়ে কিন্তু সৌরভকে জড়িয়েও হয় অনেক চর্চা। তৃণমূল আর বিজেপি, দুই দলের ঘনিষ্ঠ হিসেবেই ধরা হয় সৌরভকে। মাঝে তো রটে গিয়েছিল, চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে ভোটেও দাঁড়াবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে সঙ্গী হওয়ায় চর্চা আরও বেড়েছিল। সেখানে গিয়েই তিনি রাজ্যের শিল্পায়ন নিয়ে করেছিলেন বড় ঘোষণা।
জানিয়ে দিয়েছিলেন, শালবনীতে তিনি একটি স্টিল ফ্যাক্টরি গড়তে চলেছেন। যা নিয়ে কটাক্ষ করেছিল বিজেপির কিছু নেতাও।
দিনকয়েক আগে দাদাগিরির মঞ্চেই এই নিয়ে খুলেছিলেন মুখ। বলেছিলেন, 'আমার বাড়িতে যে কেউ আসতে পারেন। কিন্তু রাজনীতি জয়েন করব না। আমার কোনও আগ্রহ নেই রাজনীতিতে।'
ক্রিকেট মাঠের বাইরে এসেও নিজের আলাদা পরিচিতি গড়ে নিয়েছেন বাংলার মহারাজ। খুব জলদিই দাদার জার্নি উঠে আসবে বড় পর্দায়। আসতে চলেছে সৌরভের বায়োপিক। আপাতত এই সিনেমা নিয়ে সবধরনের তথ্যই গোপন রাখার চেষ্টা চলছে।
খুব বেশি খোলসা করতে রাজি নন দাদা নিজেও। তবে প্রাথমিক খবর, আয়ুষ্মান খুরানা থাকছেন দাদার চরিত্রে। এখন দেখার দাদার বউ ডোনা কে হচ্ছে। পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন লাভ রঞ্জন। জানা যাচ্ছে, সৌরভের জীবনের অনেক অজানা কথাও নাকি থাকবে এই সিনেমায়। দেখার অপেক্ষায় অধীরে রয়েছে বাংলার মানুষ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসি/ আই.কে.জে/