ছবি-ফাইল
দাদাগিরির মঞ্চে সব সময়ই চমকপ্রদ কিছু বিষয় থাকে। এবারের দাদাগিরিতে লাইভ প্রশ্নের অপশন রাখা হয়েছে। আগামী একটা পর্বে থাকবে তেমনই এক লাইভ প্রশ্ন। সেখানেই দাদা ওরফে সৌরভ গঙ্গোপাধ্যায় যা করলেন সেটা দেখে হেসে খুন সবাই। ভরা মঞ্চে এদিন কাকে দেখে চোখ মারলেন দাদা? কাকেই বা ইশারা করে ডাকলেন?
বাঙালি মানেই যে পেটুক এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সৌরভ যে এত মিষ্টি ভালোবাসতেন সেটা জানতেন কি? এদিন তাঁকে মিষ্টি নিয়ে রীতিমত পাগলামি করতে দেখা গেল।
দাদাগিরিতে আগামী পর্বে খেলতে আসছেন সোশ্যাল মিডিয়ার একাধিক জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা। কেউ রান্নার জন্য বিখ্যাত, তো কেউ ফ্যাশনের জন্য। এদিন এক প্রতিযোগীর জন্য লাইভ প্রশ্নের আয়োজন করা হয়।
সেখানেই বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে আসা হয় মঞ্চে। সেটা দেখেই পাগল হয়ে যান সৌরভ। উপচে পড়ে তাঁর মিষ্টি প্রেমের ঝলক।
মিষ্টি দেখে নাচ করতেও শুরু করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মোয়া দেখে তো আর লোভই সামলাতে পারেন না তিনি। থালা থেকে তুলে নেন একটি মোয়া। এরপর খান সীতাভোগ। সমস্ত মিষ্টি চেখে তিনি এদিন তৃপ্তির সঙ্গে বলেন, 'দারুণ!'
আরো পড়ুন: রণবীরের সাথে প্রেমে থেকেও অনেক পুরুষের সঙ্গে মিশেছেন দীপিকা!
অনেকেই এই ভিডিওতে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'দাদার ডাকার ধরণটা বেশ তো।' আরেকজন লেখেন, 'আহা দেখেই লোভ লাগছে।' 'সব অমৃত একসঙ্গে' মন্তব্যে তৃতীয় ব্যক্তির।
এদিন এক প্রতিযোগী দাদাকে জিজ্ঞেস করেন যে তিনি পরবর্তী প্রজন্মে কী হতে চান? উত্তরে দাদা বলেন, 'বাঁহাতে আরেকবার ব্যাটটা দিয়ে দেখ।' অর্থাৎ তিনি আগামী জন্মেও ক্রিকেটার হতে চান।
এসি/ আই. কে. জে/