শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দাম ৪০ হাজারেরও কম, ফোন চার্জারে চার্জ হবে স্কুটিতে!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

অনেকেই কাছাকাছি যাতায়াত করার জন্য ব্যাটারি চালিত স্কুটার বেছে নিচ্ছেন। তবের দামের মাত্রা বেশি হওয়ায় ক্রয়ক্ষমতা হারাচ্ছেন অনেকে। স্বল্প দামে বর্তমানে পেট্রল চালিত স্কুটারের মতোই চাহিদা বাড়ছে ইলেকট্রিক স্কুটারের।  

কিন্তু আজ এমন একটি ইলেকট্রিক স্কুটারের কথা বলতে চলেছি যার দাম ৪০ হাজার  টাকারও কম।

ভারতীয় সংস্থার তৈরি এই স্কুটারের পাবেন একাধিক ফিচার্স যার মধ্যে উল্লেখযোগ্য মোবাইল চার্জার ব্যবহার করার সুবিধা। দাম অনেকটাই কম হওয়ায় স্বল্প দূরত্বের জন্য অনেকের কাছেই এটি একটি বিকল্প হয়ে উঠতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের নাম Detel Easy Plus STD। 

ইলেকট্রিক স্কুটারটি দাম কত? 

এই ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম দাম ৩৯, ৯৯৯ টাকা (ভারতীয় রূপি)। তবে এটির কতগুলি ভেরিয়েন্টে উপলন্ধ তা জানা যায়নি। সীমিত এলাকার মধ্যে যাতায়াতের জন্য পারদর্শী এই ইলেকট্রিক স্কুটার।

ফিচার্স কেমন? 

এই স্কুটারে রয়েছে 20Ah ব্যাটারি প্যাক, সিটের নিচে ইনস্টল করা হয়েছে এই ব্যাটারি। সিঙ্গেল চার্জে এই ইলেকট্রিক স্কুটার ৬০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। স্কুটির সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা। দু চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক।

স্কুটারে যে ব্যাটারি রয়েছে তা ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৬ ঘণ্টা। এই স্কুটার চার্জ করা যাবে বাড়িতে থাকা মোবাইল চার্জার দিয়েও যা একটি বড় সুবিধা। স্কুটিতে মিলবে LED ডিসপ্লে যেখানে ডিজিটাল ওডোমিটার, স্পিডোমিটার, ট্রিপমিটার ইত্যাদি পাওয়া যাবে।

সেলফ স্টার্ট এই স্কুটারে পাবেন ২৫০ ওয়াট ক্ষমতা সম্পন্ন BLDC মোটর। দৃশ্যমান্যতার জন্য মিলবে LED লাইটিং। ইলেকট্রিক স্কুটারটি মেটালিক রেড এবং সিলভার গ্রে রংয়ে উপলব্ধ।

এ ক্ষেত্রে খেয়াল রাখার বিষয় হল, স্কুটারের ক্ষমতা এবং মাইলেজ খুবই সীমিত। এর কারণ এটি স্বল্প দূরত্বের উদ্দেশ্যেই বানানো হয়েছে। এই স্কুটার নিয়ে দীর্ঘ ভ্রমণে গেলে অসুবিধায় পড়তে পারেন। পাশাপাশি স্কুটারে ভারী ওজন বহন করলেও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভারতীয় সংস্থার তৈরি এই ইলেকট্রিক স্কুটার আয়তন এবং ওজনে বেশ কম হওয়ায় যে কোন বয়সের প্রাপ্ত বয়স্ক মানুষরাই চালাতে পারেন। তবে এই স্কুটার কেনার কথা বিবেচনা করার আগে প্রস্তুতকারী সংস্থা বা ডিলারশিপের থেকে পর্যাপ্ত তথ্য জেনে রাখা জরুরি। যেমন স্কুটার ও ব্যাটারির উপর ওয়ারেন্টি কত বছর রয়েছে, উক্ত ব্যাটারি রিমুভেবেল কিনা ইত্যাদি।

সূত্রঃ এইসময়

এসকে/  


ইলেকট্রিক স্কুটার ভারতীয় সংস্থার তৈরি

খবরটি শেয়ার করুন