মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দোহায় পররাষ্ট্র উপদেষ্টা: ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে *** নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি *** এই মুহূর্তে বাংলাদেশ স্বাভাবিক গণতন্ত্রের দেশ নয়: আইরিন খান *** দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ *** এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে: মাহমুদুর রহমান *** কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাকে *** তিন স্ত্রীকে মৃত দেখিয়ে এসআইয়ের চতুর্থ বিয়ে! *** কৃষকেরা আড়াই লাখ টাকা ঋণ পাবেন সিআইবি চার্জ ছাড়াই *** পৃথিবীর যে ১০ স্থানে মানুষের প্রবেশ নিষিদ্ধ *** সুশীলার মন্ত্রিসভায় দুই আমলা ও এক আইনজীবী, আকার হবে সর্বোচ্চ ১৫

৩৬ দিনের শিশুকে কোলে নিয়ে অফিস করছেন মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মায়ের কোলে সদ্যোজাত শিশু। বয়স মাত্র ৩৬ দিন। তাকে নিয়ে অফিসে ফাইল সই করছেন এক তরুণী। সেই ছবি এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। এই তরুণী ভারতের কেরালার শহর তিরুঅনন্তপুরমের সিপিএম পরিচালিত পুরবোর্ডের মেয়র আর্যা রাজেন্দ্রন।

গত ১০ আগস্ট কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আর্যা। তারপর থেকে বাড়িতেই ছিলেন। অন্যদিকে ফাইল জমে যাচ্ছিল মেয়রের দপ্তরে। শনিবার (১৬ সেপ্টেম্বর) এক মাস ছয় দিনের মেয়েকে কোলে নিয়েই তিনি পৌঁছে যান দপ্তরে। সেখানে বেশ কিছু ফাইলে সই করেন।

তারপর বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গেও। কেরালায় নতুন করে নিপা ভাইরাসের সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে। সেসব বিষয়েই কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

আর্যার বয়স এখন ২৪ বছর। তিনি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেত্রী ছিলেন। সেখান থেকেই দলের সদস্যপদ পান। ২০২০ সালের ডিসেম্বরে কেরালার পুলসভাগুলির ভোট ছিল। তিরুঅনন্তপুরম পুরসভায় তাকে প্রার্থী করেছিল দল। জেতার পর এই তরুণীকেই মেয়র করার সিদ্ধান্ত নেয় পার্টি।

সেই পুরভোটের চার মাসের মধ্যেই কেরালার বিধানসভা ভোট ছিল। শহরের মানুষের জনমত দেখে কেরালার সিপিএম ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ছিল। তারপর দেখা যায়, বিধানসভা ভোটে কেরালার রীতি ভেঙে পর পর দুইবার সরকার গড়েছে বামেরা।

আরো পড়ুন: তবে কি কাউকে মন দিয়েছেন মিমি!

আর্যা এখন ভারতের সর্বকনিষ্ঠ মেয়র। তার স্বামী শচীন দেব কেরালার বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক। শচীনও এসএফআই থেকেই উঠে এসেছেন।

ছাত্র আন্দোলনের সময়েই আর্যা-শচীনের বন্ধুত্ব হয়। তারপর তা গড়ায় প্রেমে। গত বছর সেপ্টেম্বরে তারা বিয়ে করেন। সিপিএমের এই তরুণ দম্পতি মেয়ের নাম রেখেছেন দুয়া।

এসি/ আই. কে. জে/



শিশু মেয়র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন