বৃহস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশি ক্রিয়েটরদের নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ দিল টিকটক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

টিকটক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সচেতনতা বাড়াতে সম্প্রতি বাংলাদেশে প্রচারণা শুরু করেছে। এই উদ্যোগের একটি বড় অংশ হিসেবে টিকটক আয়োজন করছে বেশ কিছু ধারাবাহিক ওয়ার্কশপ। দেশের ক্রিয়েটরদের জন্য এই প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সচেতন করতেই এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।

কমিউনিটির নিরাপত্তা এবং সমৃদ্ধির প্রতি টিকটকের যে প্রতিশ্রুতি—এই প্রচারণা সেটিরই একটি অংশ। যা একই সঙ্গে দায়িত্বশীল কনটেন্ট তৈরি করতেও উৎসাহিত করে।

টিকটকের কমিউনিটি গাইডলাইন একটি বিশাল কাঠামো হিসাবে কাজ করে। এর গাইডলাইনগুলো প্ল্যাটফর্মটি ব্যবহার করার সকল নিয়ম এবং মানগুলোকে তুলে ধরে। গাইডলাইনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন এর মাধ্যমে চলমান সব ট্রেন্ডের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যায় এবং সেই সঙ্গে অনলাইনের ঝুঁকিগুলো কমিয়ে ফেলা যায়। সাম্প্রতিক আপডেটগুলো এই বছরের ২১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। বিশ্বের ১০০টিরও বেশি সংস্থা এবং টিকটক কমিউনিটির সদস্যদের সঙ্গে পরামর্শ করে এই আপডেটের কার্যক্রম করা হয়েছে।


এ ছাড়া টিকটক বাংলাদেশের কিছু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পার্টনারশিপ করছে, যারা কনটেন্ট তৈরি করার মাধ্যমে প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। টিকটকে প্রচারণার ল্যান্ডিং পেজটি বাংলাদেশ কমিউনিটির কাছে অ্যাক্সেসযোগ্য করা হবে, যেখানে ব্যবহার করা হবে #SaferTogether হ্যাশট্যাগটি। এখানে তারা দেখতে পারবেন তাদের প্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও। কমিউনিটি গাইডলাইনগুলো বোঝার গুরুত্ব এবং এটি কীভাবে কনটেন্টের মানকে আরও ভালো করে তোলে, এমন বিষয়গুলো নিয়ে কনটেন্ট ক্রিয়েটররা এখানে কথা বলবেন।

টিকটক প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের কমিউনিটি গাইডলাইনগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদভাবে জানাতে কাজ করে যাচ্ছে।

অনলাইন নিরাপত্তা বৃদ্ধির জন্য সহযোগিতামূলক মনোভাবকে সবসময় সমর্থন করে টিকটক। টিকটক মনে করে, নিরাপদ ডিজিটাল পরিবেশ বজায় রাখার জন্য অবশ্যই একটি সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।

ওআ/

টিকটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন