শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজা উপত্যকায় উল্লাস, বেদনাকে সঙ্গী করে ঘরে ফেরা উদ্‌যাপন *** সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা *** ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ *** চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয় *** ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা *** বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন *** ‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’ *** শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন ড. ইউনূস *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে

দেশে ফিরেই ভালোবাসায় সিক্ত-বিস্মিত তিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

বাংলাদেশের  জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন।

কয়েকদিন আগে তিনি দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন।

বুসান উৎসবে তিশার সঙ্গে গিয়েছিলেন তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে তাদের ছবি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ প্রদর্শিত হয়েছে। সিনেমাটি সেখানে বেশ প্রশংসিতও হয়েছে।

এদিকে গত ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) ভূমিকায় রূপদান করেছেন।

তিশা এ চরিত্রে অভিনয় করে এরই মধ্যে দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন। গণমাধ্যমকর্মীরাও তার সুনিপুণ অভিনয়ের প্রশংসা করছেন।

আজ (১৫ অক্টোবর) সকালে দক্ষিণ কোরিয়ার বুসান থেকে দেশে ফিরে রীতিমতো সবার ভালোবাসায় বিস্মিত হয়েছেন তিশা। এ ভালোবাসার কারণ হচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়। সেই ভালোবাসার কথা জানান দিয়েছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে।

তিশা সেই ভালোবাসার কথা জানিয়ে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, মাত্র দেশে আসলাম! ফোন অন করে সবার এতো এতো মেসেজ দেখে মন ভরে গেল।

আমার অভিনয় যদি আপনাদের এতোটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ। ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য!

আরো পড়ুন: চলচ্চিত্রে তিন দশক: কী লিখলেন ভক্ত-দর্শকদের শাবনূর!

তিশা আরও লেখেন, শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে! সবাইকে দেখার আমন্ত্রণ! লাভ ইউ অল!

তিশা তার স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করেছেন। এতে তার সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার নায়ক আরিফিন শুভকে দেখা গেছে। এই স্ট্যাটাসটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন।

এসি/ আই.কে.জে/


নুসরাত ইমরোজ তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250