শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দেশে বিএনপি-জামায়াতের খাওয়া থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি-জামায়াত হরতাল ও অবরোধের নামে মানুষকে হত্যা করে বুঝিয়ে দিয়েছে তাদের মূল কর্মকাণ্ড খুন করা। এই দেশে তাদের আর খাওয়া থাকবে না। দেশের নির্বাচন গণতান্ত্রিক উপায়ে হবে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গার সভাপতিত্বে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের কর্মীরা হরতাল-অবরোধের নামে দেশে যে নৈরাজ্য চালাচ্ছে, এতে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এই অবস্থায় তারা নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার তো হাইকোর্ট বাতিল করে দিয়েছে। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের যেভাবে উন্নয়ন করেছেন এই উন্নয়ন দেখে তাদের হিংসে হচ্ছে। তাই তারা অফিস আদালতসহ বাসে আগুন দিচ্ছে। দেশের সম্পদ নষ্ট করে তারা কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সমাজকল্যাণমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান, তুষভান্ডার ইউনিয়ন চেয়ারম্যান নুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এসকে/ 


বিএনপি সমাজকল্যাণ মন্ত্রী

খবরটি শেয়ার করুন