শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

ধর্ষণ মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলার বিচার শুরু হয়েছে। ই জিন ক্যারল নামের এক লেখিকাকে প্রায় তিন দশক আগে ধর্ষণের অভিযোগে গত মঙ্গলবার (২৫ এপ্রিল) এই বিচার শুরু হয় নিউ ইয়র্কের আদালতে। এ বিচার এক থেকে দুই সপ্তাহ চলবে বলে মনে করা হচ্ছে।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতার দৌড়ে সামনের সারিতে থাকা ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে।  তার মধ্যেই শুরু হলো এ বিচার। এটি কোনো ফৌজদারি মামলা না হলেও ট্রাম্পের যৌন অসদাচরণ নিয়ে সাক্ষীদের বয়ান তার জন্য রাজনৈতিক দিক থেকে ক্ষতিকর পরিণতি বয়ে আনতে পারে। 

যদিও ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন। আমেরিকার বিশিষ্ট নারী প্রাবন্ধিক ই জিন ক্যারলকে ধর্ষণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ধর্ষণের পর তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে উপহাসও করেছিলেন ট্রাম্প।

সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গত মঙ্গলবার মামলার শুনানির সময় এমনটাই অভিযোগ উঠল মার্কিন আদালতে। যদিও ট্রাম্পের একজন আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ক্যারল অর্থ ও খ্যাতি পাবেন বলেই ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।

আরো পড়ুন: ১৫ বছর ছাগল চরিয়ে ওমরাহ পালন করলেন ৮২ বছরের বৃদ্ধ

৭৯ বছর বয়সি ক্যারলের দাবি, নব্বইয়ের দশকের মাঝামাঝি ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউতে একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরে তাকে যৌন নির্যাতন করেন ট্রাম্প। অভিযোগ, ট্রাম্প নারীদের অন্তর্বাস উপহার দেওয়ার বিষয়ে পরামর্শ চাওয়ার নাম করে একটি পোশাক পরিবর্তন করার কক্ষে (ট্রায়াল রুমে) ক্যারলকে ডেকে নিয়ে যান এবং সেখানেই তাকে ধর্ষণ করেন। 

ক্যারলের আইনজীবী শন ক্রাউলি ম্যানহাটন আদালতকে বলেছেন, 'ট্রায়াল রুমে ডেকে নিয়ে যাওয়ার পর ক্যারলের সঙ্গে জোরজবরদস্তি শুরু করেন ট্রাম্প। ট্রাম্পের গায়ের জোরের কাছে পেরে ওঠেননি ক্যারল।' 
২০১৯ সালে নিউ ইয়র্কের একটি পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে ট্রাম্পের বিরুদ্ধে প্রথম মুখ খোলেন ক্যারল। ক্যারল নিজেও মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন। তবে ট্রাম্প আদালতে উপস্থিত ছিলেন না।

এম/


 

ধর্ষণ মামলা ডোনাল্ড ট্রাম্প বিচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250