শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নকল পণ্য বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় নকল বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি কসমেটিকস বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেল বাজারে এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেল বাজারে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মেসার্স রোজ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর নকল দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস ও অবৈধ কসমেটিকস জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরো পড়ুন: বেশি দামে স্যালাইন বিক্রি, দুই ফার্মেসিকে ৬০ হাজার জরিমানা

তিনি বলেন, পরে জব্দকৃত কসমেটিকসগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

এসকে/



চুয়াডাঙ্গা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কসমেটিকস

খবরটি শেয়ার করুন