নটর ডেম কলেজ
নটর ডেম কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কলেজের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।
ফলাফল দেখুন: https://ndc.edu.bd/
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তিতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পরীক্ষা ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন আবেদনের ক্রমিক নম্বর অনুযায়ী উপস্থিত থাকতে বলা হয়েছে শিক্ষার্থীদের। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কলেজ গেটে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রয়োজনীয় কাগজপত্র
* ভর্তি আবেদনের প্রবেশপত্র
* এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড
* এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র
* এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি
* সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।
এসব কাগজ সঙ্গে আনতে বলা হয়েছে শিক্ষার্থীদের।
আসনসংখ্যা বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ১ হাজার ৮০০, ইংরেজি ভার্সন ৩০০, মানবিক বিভাগে ৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
এসকে/
খবরটি শেয়ার করুন