বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাবা দিবস

নাইট ক্লাবে নাচের ভিডিও দিয়ে বাবাকে গেইলের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

বাবার সঙ্গে গেইলের নাচের দৃশ্য - ছবি:সংগৃহীত

নানা আড়ম্বরে বিশ্বজুড়ে পালন হচ্ছে বাবা দিবস। বিশেষ এ দিবস উপলক্ষে অনেকেই বাবাকে শুভেচ্ছা জানিয়ে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার (১৮ জুন) এই দিবস উপলক্ষে ক্রীড়াঙ্গনের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ক্রিস গেইলও।

গেইলের শুভেচ্ছাবার্তাটা অবশ্য কিছুটা ভিন্ন ধরনের। নাইট ক্লাবের বাবার সঙ্গে নাচের ভিডিও দিয়ে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিভার্স বস। রোববার নিজের ইনস্টাগ্রামে বাবার সঙ্গে নাইট ক্লাবে নাচার সেই ভিডিও আপলোড করেছেন ক্যারিবীয় ক্রিকেটার।

ভিডিওতে দেখা যায়, নাইট ক্লাবে বাবাকে জড়িয়ে ধরে নাচছেন গেইল। বৃদ্ধ বাবা অবশ্য নাচে খুব একটা পারদর্শী নয়। তাই তাকে হাতে ধরে নাচের কৌশলও দেখিয়ে দিচ্ছিলেন তিনি। এ সময় এক নারীকেও দেখা যায় তাদের সঙ্গে।

ভিডিওটি আপলোড করে ক্যাপশনে গেইল লিখেছেন, 'বাবা দিবসের শুভেচ্ছা, স্যার গেইল। একসঙ্গে এটাই আমাদের প্রথম নাইট ক্লাবে যাওয়া। তোমাকে ভালোবাসি বাবা। জীবনটা উপভোগ করছি।'

আরো পড়ুন: ক্রোয়েশিয়া নাকি স্পেন, শিরোপা কার?

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ দুই বছর আগে খেলেছেন গেইল। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার খুব একটা সম্ভাবনা নেই তার। আপাতত অবসর সময়টা ভালোভাবেই উপভোগ করছেন ক্যারিবীয় তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কার্যকলাপ দেখে অন্তত সেটাই অনুমান করা যায়। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন