শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে *** চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

নানা আয়োজনে ৪৫তম ইবি দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

নানা আয়োজনে ৪৫ তম ইবিতে দিবস উদযাপন ছবি : সুখবর

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৪৪ বছর পূর্ণ করে ৪৫ বছরে পদার্পণ করেছে। ৪৫তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা, স্টুডেন্টস ই-পেমেন্ট কার্যক্রম উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। 

উদ্বোধন শেষে প্রশাসন ভবন চত্বর থেকে ভিসির নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। এসময় বিভিন্ন হল, বিভাগ ও শাখা ছাত্রলীগ আলাদা আলাদা ব্যানারে র‍্যালিতে অংশ নেয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

আরো পড়ুন : ইবিতে ‘কুয়াশা ও কবিতায় পিঠা-পার্বণ’ উৎসব

সভায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মাসহ সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভা শেষে স্টুডেন্টস ই-পেমেন্ট (অনলাইনে ফি জমাদান প্রক্রিয়া) কার্যক্রমের উদ্বোধন করেন ভিসি। এসময় উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আমি বিশ্বাস করি আগামী এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত চেহারা পাল্টে যাবে। আমরা ৭৫-৮০ ভাগ শিক্ষার্থীদের আবাসন সুবিধা দিতে পারবো। শ্রেণিকক্ষ সংকট নিরসন হবে। ২০২৪ সালে একটি সমাবর্তন করার চেষ্টা করবো। এছাড়া আজকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে একধাপ পা বাড়িয়ে ই-পেমেন্টে প্রবেশ করেছি।  

আবির/ এস/ আই.কে.জে/

দিবস ইসলামী বিশ্ববিদ্যালয় ৪৫ তম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250