প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের একটি আদালতে হাজির হওয়ার ঘোষণা প্রদান করেছেন।
জানা যায় রিয়েল এস্টেটসহ বিভিন্ন অর্থনৈতিক অভিযোগে তাকে অভিযুক্ত করার পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হতে চলেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালতে হাজির হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।
তিনি জানান বর্ণবাদী এবং দুর্নীতিবাজ এটর্নি জেনারেল ল্যাটিটিয়া জেমস এর বিরুদ্ধে নিজের নাম এবং খ্যাতিকে রক্ষার জন্য আদালতে লড়াই করে যাবেন তিনি।
তবে ট্রাম্পের ঘোষণার আগে থেকেই আইন প্রয়োগকারী কর্মকর্তারা আদালতে তার উপস্থিতির ব্যাপারে সমস্ত ধরনের নিরাপত্তা বিষয়ক প্রস্তুতি শুরু করে বলে জানা যায়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় আদালতের বিচারপতি আর্থার এনগোরোন বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জালিয়াতি করে তাদের সম্পদের মূল্য বাড়িয়েছে। জালিয়াতির অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটান শহরের একটি আদালতে ডোনাল্ড ট্রাম্প ও তার পারিবারিক ব্যবসার বিরুদ্ধে করা এক মামলায় এমন পর্যবেক্ষণ দিয়েছেন তিনি। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
জালিয়াতির অভিযোগে ম্যানহাটানের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করেছেন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। ২০২২ সালের সেপ্টেম্বরে মামলাটি দায়ের করা হয়। আগামী ২ অক্টোবর এ মামলার বিচার কাজ শুরু হওয়ার কথা। মামলায় হারলে নিউইয়র্কে ট্রাম্পের ব্যবসায়িক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : ইইউ’র প্রতি ক্ষুব্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
এ মামলায় বিচার শুরুর আগে বিচারপতি আর্থার এনগোরোন কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। কীভাবে ট্রাম্প, তার ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিক, ট্রাম্প অর্গানাইজেশন এবং অন্য আসামিরা ব্যবসায়িক সুবিধা পেতে সম্পদের মূল্য বাড়িয়েছেন, তার বর্ণনা দিয়েছেন তিনি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের কাছ থেকে ২৫০০ লাখ মার্কিন ডলার মূল্যের জরিমানা চেয়েছেন এটর্নি জেনারেল জেমস।
এসকে/ এএম/
খবরটি শেয়ার করুন