বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

নিজেকে সর্বশ্রেষ্ঠ বললেন শাহরুখ খান !

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩

#

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

ভক্ত-দর্শকের কাছে তিনিই সেরা। তার ধারেকাছেও কেউ নেই এমনটিই অনেকে বিশ্বাস করেন। কিন্তু বলিউড বাদশা শাহরুখের কাছে কে সেরা? এমন প্রশ্নের জবাবে নিজেকে নিজেই সর্বশ্রেষ্ঠ আখ্যা দিলেন কিং খান! শুধু তাই নয়, প্রতিযোগিতায় তার দূর-দূরান্তেও কেউ নেই এমনটিও জানালেন।

সম্প্রতি শাহরুখের একটি সাক্ষাৎকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই তাকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করতে দেখা যায়। উপস্থাপনায় কে সেরা? ঝটপট উত্তরে কিং খান বলেন, ‘সত্যি বলছি আমার থেকে ভালো কেউ না। আমি একটুও মজা করছি না। যে ধরনের গুণ শো পরিচালনা করতে গেলে লাগবে, সেটা সকলের থাকে না।’এরপর নিজেই ব্যাখ্যা দেন কেন তিনি সেরা। তার কথায়, ‘আমায় কারোর কথা শুনতে হয় না, টেলিপ্রম্পটার ব্যবহার করতে হয় না। শেষ মুহূর্তে যদি কিছু বদলেও যায় আমি সেটাই করতে পারি। সব কিছু যদি ওলটপালট হয়ে যায় তাও অসুবিধা নেই। আমি এগুলো ম্যানেজ করে নিই।’

আরো পড়ুন: কনার সঙ্গে তৌহিদের গান ‘রোদ্দুরে’

নিজের গুণগান গেয়ে তার সংযোজন, ‘আমি নাচ করতে পারি। ইংরেজি বলতে পারি, হিন্দি বলতে পারি, মাঝেমধ্যে কমেডিও করি। আমার ধারেকাছেও কেউ নেই।’

যদিও পুরো বিষয়টি ছিল মজার ছলে বলা। তারপরও শাহরুখের এই কথায় অনেকেই সহমত পোষণ করেছেন। আবার কেউ কেউ একে অ্যাটিটিউড হিসেবেও নিয়েছেন।

উল্লেখ্য, ‘পাঠান’-এর সাফল্যে ভাসছেন শাহরুখ খান। আগামীতে তাকে দেখা যাবে তামিল পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ ছবিতে। বর্তমানে রাজ কুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবির গানের শুটিং নিয়ে ব্যস্ত আছেন অভিনেতা। এতে তার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে।

এম/


 

শাহরুখ খান সর্বশ্রেষ্ঠ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250