সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন সংক্রান্ত মামলা শুনতে হাইকোর্টে দুটি বেঞ্চ গঠন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মামলা শুনানি করতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পৃথক দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সোমবার (১১ই ডিসেম্বর) বেঞ্চ দুটি গঠন করা হয়। 

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এবং হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত অপর বেঞ্চ গঠন করা হয়েছে।

আরো পড়ুন: প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে ২৪ প্রার্থীর রিট

প্রধান বিচারপতির সই করা বিজ্ঞপ্তিত বলা হয়, ভ্যাট, সম্পূরক শুল্ক, কাস্টমস, ইনকাম ট্যাক্স. অর্থঋণ আইন ও বাংলাদেশ নির্বাচন কমিশন আইন ও বিধি সংক্রান্ত বিষয়সহ অতীব জরুরি সকল অর্থাৎ সাধারণ রিট মোশন ও তৎসংক্রান্ত শুনানি হাইকোর্ট বিভাগ ও উহার অধীনস্থ আদালতসমূহের অবমাননার অভিযোগ গ্রহণ করিবেন।

এসকে/ 

নির্বাচন মামলা হাইকোর্ট

খবরটি শেয়ার করুন