সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন থামাতে হিমসিম খাচ্ছেন ইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে দাঁড়ানো প্রার্থীদের আচরণবিধি মানাতে কার্যত গলদঘর্ম অবস্থা নির্বাচন কমিশনের (ইসি)। এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন-সংক্রান্ত যত অভিযোগ আসছে, তার সিংহভাই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে। বর্তমান এমপিরা তো বটেই, একই সঙ্গে এর মধ্যে নাম জড়িয়েছেন কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও তাদের স্বজনও। শোকজ, তলব, জরিমানা ও মামলা করেও কোনো কাজ হচ্ছে না। ফলে এসব অভিযোগ নিষ্পত্তি করতে হাঁপিয়ে উঠছে সাংবিধানিক সংস্থাটি।

গতকাল মঙ্গলবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিষয়ে ঢাকায় আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করেছেন কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আচরণবিধি লঙ্ঘন করছি না। আমাকে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি আচরণবিধিতে চলে না। আমাকে কি সাজা দেওয়া হবে, সেটা জানতে এসেছিলাম। কারণ, আমি তো আইনজীবী না।’

বিএনপি-জামায়াতের কর্মীদের হাত-পা গুঁড়া করে দেওয়া সংক্রান্ত বক্তব্য একজন প্রার্থী হিসেবে দিতে পারেন কিনা– এমন প্রশ্নে বাহার বলেন, ‘যেদিন আমি বক্তৃতা করি, তার ঠিক আগের দিন একজন রিকশাওয়ালা মারা গেছেন। ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এক নারী ও একটি শিশু মারা গেছেন। এগুলো আমাকে যন্ত্রণা দিয়েছে।

যারা নির্বাচন প্রতিহত করতে চায়, তাদের বিষয়ে বলেছিলাম। তারা তো প্রতিহতের নামে মানুষ হত্যায় লিপ্ত। ২০১৪ সালে তারা ৪০০ থেকে ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। যাতে ওই কাজগুলো তারা না করতে পারে, সে জন্য মানসিক জোর বাড়াতে এমন কথা বলেছি।’

এদিকে গতকালও বিভিন্ন আসন থেকে নৌকা প্রতীকের ও স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এদিন গণসংযোগকালে কুমিল্লার নাঙ্গলকোটে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাই গোলাম সারওয়ারের বিরুদ্ধে।

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে পঞ্চগড়ে শোকজ করা হয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ দু’জনকে। আচরণবিধি লঙ্ঘন ও সাংবাদিককে মারধর-নাজেহালের অপরাধে চট্টগ্রাম-১৬ আসনের বর্তমান  এমপি ও আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গতকাল মামলা করেছে ইসি। 

কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নির্বাচনী প্রচারের সংবাদ সংগ্রহকালে গত সোমবার স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক গাজী মামুনের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অর্থমন্ত্রীর ভাই গোলাম সারওয়ারের বিরুদ্ধে। আরেকজন সাংবাদিকের ক্যামেরা ফেলে দেওয়ার চেষ্টা করেন তিনি।

গোলাম সারওয়ার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান। এ বিষয়ে গোলাম সারওয়ার বলেন, ‘আমি গাজী মামুন নামে কোনো সাংবাদিককে চিনি না। কোনো সাংবাদিকের ক্যামেরাও আমি নিইনি। পারলে প্রমাণ করেন।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমাই ইউএনও মৌমিতা দাশ বলেন, সাংবাদিকের ক্যামেরা নেওয়ার বিষয়টি আমি মাত্র জানলাম। ভুক্তভোগী অভিযোগ করলে আমি বিষয়টা দেখব। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। 

ভোটারদের হুমকির অভিযোগে গতকাল পঞ্চগড়ে রেলপথমন্ত্রীসহ দু’জনকে শোকজ করা হয়। এর মধ্যে গত ২৩শে ডিসেম্বর ভোট দিতে না গেলে তালিকা করার হুমকি দেওয়ার অভিযোগে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে শোকজ করা হয়। তাকে আজ বুধবার দুপুর ১২টার মধ্যে সশরীরে নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নৌকাবিরোধীদের পা ভেঙে দেওয়ার হুমকির ঘটনায় পঞ্চগড়-১ আসনে উপজেলা সদরের অমরখানা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরুকে সোমবার শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি। গতকাল দুপুরে নুরু নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের এমন বক্তব্যের জন্য ভুল স্বীকার করেন।

গতকাল আচরণবিধি লঙ্ঘন করে নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাবুর প্রচারণায় অংশ নেওয়ায় ৮ প্রিসাইডিং কর্মকর্তাসহ ১২ জনকে শোকজ করা হয়েছে। তাদের আজ বুধবার অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তাদের দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নম্বর কক্ষে অবস্থিত নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে বক্তব্য উপস্থাপন করতে নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন: নির্বাচনে বিরোধীদল কারা হবে, আওয়ামী লীগের কাছে জানতে চাইলো ইইউ

চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের পোস্টার-ব্যানার পোড়ানোর অভিযোগে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকেও গতকাল শোকজ করে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বাচ্চুকে আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সাংবাদিককে মারধর-নাজেহালের অপরাধে চট্টগ্রাম-১৬ আসনের এমপি ও আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বাঁশখালীর নির্বাচনী কর্মকর্তা হারুন মোল্লা এ মামলাটি করেন। আদালত মামলা গ্রহণ করে আগামী ৩রা জানুয়ারি এমপি মোস্তাফিজকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তাঁর সমর্থকরা ভোটারদের ভয়তীতি দেখাচ্ছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

গতকাল সিলেট নগরীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। অভিযোগ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার নৌকার প্রার্থী হাবিবুর রহমানের মোবাইল নম্বরে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এসি/



ইসি নির্বাচনী আচরণবিধি

খবরটি শেয়ার করুন