বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নিলামে টুইটারের সব স্মারক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইলন মাস্ক ‘সবকিছুর জন্য একটা অ্যাপ’ এই ধারণা নিয়ে খুদে ব্লগ লেখার সাইট টুইটারকে ঢেলে সাজাচ্ছেন। নতুন নাম দিয়েছেন ‘এক্স’। ‘এক্স’ অক্ষর যুক্ত করে সরিয়ে ফেলেছেন পুরনো নীল পাখির লোগো। যুক্ত হয়েছে কালো রঙের আবহ।

ইলন মাস্ক খুদে ব্লগ লেখার ওয়েবসাইট ‘এক্স’ এ লাইভ ভিডিও সুবিধা যুক্ত করা হয়েছে নীল পাখির লোগোসহ টুইটার আমলে ব্যবহৃত ৬৩৭টি স্মারক চিহ্ন নিলামে তুলেছেন। এর মধ্যে রয়েছে কফি টেবিল, পাখির খাঁচা এবং কিছু তেলচিত্র। এ নিলাম থেকে আগ্রহী ব্যক্তিরা ডেস্ক ও চেয়ার, একটি ডিজে বুথ, গিটার, ড্রামসেটসহ বিভিন্ন বাদ্যযন্ত্রও কিনতে পারবেন। 

এই নিলামের নাম দেওয়া হয়েছে ‘টুইটার রিব্র্যান্ডিং: অনলাইন অকশন ফিচারিং মেমোরাবিলিয়া, আর্ট, অফিস অ্যাসেটস অ্যান্ড মোর’। নিলামে উঠেছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর টেনথ স্ট্রিটে অবস্থিত সদর দপ্তরে থাকা টুইটারের লোগোটিও।

আর.এইচ

ইলন মাস্ক

খবরটি শেয়ার করুন