রবিবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ক্রিকেটার গুনাথিলাকা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ক্রিকেটার দানুশকা গুনাথিলাকার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ফলে লঙ্কান দলে ফিরতে আর কোনো বাঁধা থাকছে না ৩২ বছর বয়সী এই ব্যাটারের।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুনাথিলাকার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। 

শুক্রবার (১৩ অক্টোবর) ক্রিকেট নির্বাহী বোর্ডের সদস্যসভায় গুনাথিলাকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়। এরপর তা যাচাইবাছাই করে এই বাঁহাতি ওপেনারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

আরো পড়ুন: মেসির হাতেই অষ্টম ব্যালন ডি’অর!

২০২২ সালের অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের চলাকালীন সময়ে গুনাথিলাকার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠে। এরপরই তাকে গ্রেফতার করে অস্ট্রেলিয়ার পুলিশ। গ্রেফতারের পরদিন তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে এসএলসি।

পরে এ সংশ্লিষ্ট মামলায় তাকে সমস্ত অভিযোগ থেকে খালাস দেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের জেলা আদালত। এরপর চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কায় ফেরেন গুনাথিলাকা।

এসকে/ 


ক্রিকেট শ্রীলঙ্কা নিষেধাজ্ঞা মুক্তি দানুশকা গুনাথিলাকা

খবরটি শেয়ার করুন