শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ৫ জনকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

নীলফামারীতে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে পাঁচজনকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় দন্ডপ্রাপ্তরা হলেন, সাইয়ে কুতুব (২১), আরিফ হাসান (২৮), মাহফুজার রহমান (২৯), মো. মানিক (৩৩), মো. কামরুজ্জামান (২৬) ও মেহেদী হাসান (২৫)।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নীলফামারীর ছয় উপজেলার ৬০ ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের ৬০টি পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় এক হাজার ৩৯৮ জন প্রার্থী অংশ নেন। এসময় প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

এব্যাপারে নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ গণমাধ্যমকে বলেন, নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে পাঁচজনকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এম.এস.এইচ/ 

নিয়োগ নীলফামারী

খবরটি শেয়ার করুন