শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে দেশটির সংসদ ভবন নেসেটের সামনে বিক্ষোভ করেছেন বেশ কয়েক ডজন মানুষ। একই সঙ্গে ইসরায়েলে তারা নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন।

সোমবার ( ৮ই জানুয়ারি)  স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিক্ষোভকারীরা সংসদ ভবনের সামনের মেঝেতে বসে নেসেটের প্রবেশপথ অবরোধ করে রাখেন। এ সময় তারা এখনই নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরো পড়ুন: যুদ্ধ পরবর্তী গাজায় কী হবে, জানাল ইসরায়েল

এক বিবৃতিতে বিক্ষোভকারীরা বলেছেন, দেশের এই জরুরি মুহূর্তে বর্তমান সরকার যে মানুষের মাঝে আশা জাগাবে তা তাদের ব্যর্থ কর্মকাণ্ড, কর্মহীনতা, জিম্মিদের পরিত্যাগ, ইসরায়েলের আন্তর্জাতিক সুনামহানি, ক্রমাগত উসকানি ও বিভেদ সৃষ্টি এবং সামগ্রিকভাবে জনগণের টাকায় ব্যক্তিগত স্বার্থে বাজেট পরিবর্তন করে তা নষ্ট করে দিয়েছে।তারা আরো বলেন, আমরা দেশে নির্বাচন, সরকার বদল ও উগ্রপন্থিদের বহিষ্কারের দাবিতে নেসেটে এসেছি।

এর আগে গত ১৭ই ডিসেম্বর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি জানান দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড। গাজা যুদ্ধ শুরুর পর তিনিই ইসরায়েলে প্রথমবারের নির্বাচন আয়োজনের দাবি জানান।

এছাড়া সম্প্রতি এক জনমত জরিপে উঠে এসেছে, দেশের মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন নেতানিয়াহু। অর্ধেকের বেশি ইসরায়েলি তাকে আর প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না। তার স্থলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এইচআ/ আই.কে.জে/

নির্বাচন বিক্ষোভ বেঞ্জামিন নেতানিয়াহু পদত্যাগ

খবরটি শেয়ার করুন