সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নোবেলবিজয়ী শিক্ষকের ঘুম ভাঙলো সুখবর দিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী মুঙ্গি বাওয়েন্ডি। ছবি : সংগৃহীত

এবছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী- আলেক্সি একিমভ, লুই ব্রুস ও মুঙ্গি বাওয়েন্ডি। কোয়ান্টাম ডটের আবিষ্কার এবং এর উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিশ্বের সর্বোচ্চ এই সম্মাননা পেয়েছেন তারা।

যেখানে পুরস্কার বিজয়ী বাওয়েন্ডি দিনটি শুরু হয়েরেছ দারুণ সুখবর দিয়ে। ঘুম ভাঙলো তার ‘আপনি নোবেল পুরস্কার জিতেছেন’-নোবেল কমিটির দেয়া ফোন কলে এই বাক্যটি শুনে। এমন সুখবর শুনতে পারা স্বপ্নের মতো। সেই স্বপ্নই সত্য হয়ে এলো মুঙ্গি বাওয়েন্ডির জন্য।

বুধবার (৪ অক্টোবর) র‌য়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস স্টকহোম থেকে যখন এই পুরস্কার ঘোষণা করে, তখন ঘুমিয়ে ছিলেন বিজয়ী বাওয়েন্ডি। নোবেল কমিটির ফোন পেয়েই ঘুম ভাঙে তার।

বাওয়েন্ডির জন্ম প্যারিসে। বেড়ে উঠেছেন ফ্রান্স, তিউনিসিয়া ও যুক্তরাষ্ট্রে। যার অধীনে বেল ল্যাবরেটরিতে পোস্টডক্টরাল করেছিলেন, সেই লুই ব্রুসের সঙ্গেই নোবেল পুরস্কার ভাগাভাগি করতে পারা নিঃসন্দেহে দারুণ আনন্দের বিষয় তার জন্য।

পুরস্কার জেতার প্রতিক্রিয়ায় দেওয়া সাক্ষাৎকারে বাওয়েন্ডি জানিয়েছেন, নোবেল কমিটি সকালে যখন ফোন করেছিল, তখন তিনি বেঘোরে ঘুমাচ্ছিলেন। কমিটির ফোন পেয়েই ঘুম ভাঙে তার।

এভাবে ঘুম থেকে উঠেই নোবেল জয়ের খবর পাওয়া বাওয়েন্ডির মতে, অপ্রত্যাশিত, তবে খুবই চমৎকার।

পুরস্কার পাওয়ার খবরের পর প্রথম প্রতিক্রিয়া কী ছিল জানতে চাইলে মার্কিন এ বিজ্ঞানী বলেন, আমি নিশ্চিত ছিলাম না এটি সত্য কি না। আমি ঘুম থেকে জেগে ওঠার চেষ্টা করছিলাম। আর আমার স্ত্রী চিৎকার করছিল, কী হচ্ছে, কী হচ্ছে? তারপরে আমি বুঝতে পারলাম, বিষয়টি সত্য। এটি আসলেই অনেক বড় সম্মান।

আরো পড়ুন : রসায়নে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

নিজের শিক্ষক ব্রুসের সঙ্গে পুরস্কার ভাগাভাগি করছেন, এ প্রসঙ্গে বাওয়েন্ডি বলেন, তিনি একজন অসাধারন মেন্টর। বিজ্ঞানের প্রতি নিবেদিত প্রাণ। আমি তার কাছ থেকে বহু কিছু শিখেছি। তিনিই আমাকে বিজ্ঞানী হিসেবে গড়ে তুলেছেন।

মুঙ্গি বাওয়েন্ডি ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) যোগ দেন। ১৯৯৬ সালে সেখানকার অধ্যাপক হন। আজও শিক্ষার্থীদের পড়ানোর কথা রয়েছে বাওয়েন্ডির।

শিক্ষক নোবেল জেতায় শিক্ষার্থীরা কিংবা এমআইটি কর্তৃপক্ষ কী করতে পারে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বাওয়েন্ডির কাছে। তিনি বলেন, আমার কোনো ধারণাই নেই কী হতে চলেছে।

এসকে/  

নোবেলজয়ী রসায়ন আলেক্সি একিমভ লুই ব্রুস মুঙ্গি বাওয়েন্ডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন