শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে নৌকায় ভোট চেয়েছেন বিএনপি নেতা। এই নিয়ে জেলায় তুমুল আলোচনা আর সমালোচনা হচ্ছে। 

শুক্রবার (২৯শে ডিসেম্বর) রাতে রিজার্ভ বাজারে রাঙ্গামাটি আসনের আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারের জন্য নৌকায় ভোট চেয়েছেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, রাঙ্গামাটি পৌরসভার ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন দীপংকর তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় হেলাল উদ্দিন পথসভায় বক্তব্যে রাখেন।

আরো পড়ুন: জাপার প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ জিএম কাদেরের

হেলাল উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে রাঙ্গামাটিবাসী আছেন। দীপংকর তালুকদারকে সব সময় কাছে পাওয়া যায়, এজন্য তাকেই ভোট দিতে হবে।’

এ বিষয়ে জানতে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাওয়াল উদ্দিন বলেন, তিনি (হেলাল) প্রচারণা সভায় উপস্থিত ছিলেন, তবে এলাকার একতা সংঘের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, আমি এ প্রসঙ্গে কিছুই জানি না। যদি এমনটা হয়ে থাকে তাহলে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এসকে/ 


বিএনপি আওয়ামী লীগ

খবরটি শেয়ার করুন