সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বছরে ২ কোটি টাকার নৌকা বিক্রি হয় যে গ্রামে *** প্রবারণা পূর্ণিমা আজ *** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ *** শহিদুল আলমদের জাহাজের ওপর দিয়ে উড়ে গেল ‘ইসরায়েলি সামরিক বিমান’ *** ধর্ম অবমাননার বিরুদ্ধে আরও কঠোর আইন প্রয়োজন: ছাত্রশিবির *** ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা চায় সাংস্কৃতিক ঐক্য

পরীমণির সঙ্গে যোগাযোগ করলেন রাজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

পরীমণি ও শরিফুল রাজ - ছবি: সংগৃহীত

বেশ কয়েক মাস ধরেই আলাদা থাকছেন পরীমণি ও শরিফুল রাজ। এ কথা সবার জানা। তবে নতুন খবর হচ্ছে, বিপদে পড়ে পরীমণির সঙ্গে যোগাযোগ করেছেন রাজ। কলকাতায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে দেখানো হচ্ছে রাজের দুটি ছবি। সেকারণে পশ্চিমবঙ্গে রয়েছেন অভিনেতা। কিন্তু সেখানে গিয়ে মুঠোফোন হারিয়ে ফেলেন রাজ। এরপর অন্যের মোবাইল ফোনে যোগাযোগ করেন পরীর সঙ্গে।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে নন্দনে সিনেমা দেখতে গিয়েছিলেন অভিনেতা শরিফুল রাজ। পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসেই বিপদে পড়েন অভিনেতা। পকেটমারের কবলে পড়ে হারিয়ে ফেলেছেন নিজের ফোন। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও শেষ পর্যন্ত মেলেনি মোবাইল ফোন। তাকে মোবাইলটি খুঁজতে দেখে নন্দনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ চলে আসেন। শরিফুল তাদের সবটা খুলে বলেন। এই ঘটনার পরেই অভিনেত্রী পরীমণির সঙ্গে প্রথম যোগাযোগ করার চেষ্টা করেন রাজ।


পরীমণি ও শরিফুল রাজ - ছবি: সংগৃহীত

জানা যায়, ফোন হারানোর পরেই সহকারীর ফোন থেকে স্ত্রী পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন অভিনেতা শরিফুল রাজ। এ ঘটনায় রবিবার হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়। নন্দন ও রবীন্দ্রসদন এলাকার প্রত্যেক সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দা বিভাগ। 

এদিকে এ প্রসঙ্গে পরীমণি আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ফোন হারিয়ে যাওয়ার পর অন্যের ফোন থেকে রাজ মেসেজ করেছিলেন। এসময় অভিনেত্রী বলেন, ‘সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে’। 

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে চলতি বছরের শুরুতেই বেঁকে যায় রাজ-পরীর পথ। আপাতত আলাদা থাকছেন তারা।

আরো পড়ুন:খবরটি সত্য নয়, আমি মা হচ্ছি না: মাহিয়া মাহি

তিনদিন ধরে কলকাতার নন্দনে চলছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ২৯-৩১ জুলাই প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে চলচ্চিত্র উৎসব। ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’-সহ উৎসবে মোট ২৩টি সিনেমা দেখানো হচ্ছে। এ উৎসবকে ঘিরে অপু বিশ্বাস, নুসরত ফারিয়া থেকে শুরু করে ফেরদৌস, শরিফুল রাজের মতো অনেক বাংলাদেশি অভিনেতারা কলকাতায় আছেন। 

এম/


পরীমণি শরিফুল রাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250