রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পর্যটন বিকাশে ২০টি আয়ুশ গ্রাম স্থাপনের সিদ্ধান্ত জম্মু-কাশ্মিরে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

পর্যটকদের স্বাস্থ্য ও সুরক্ষার দিকে লক্ষ্য রেখে পর্যটন শিল্পে বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে ২০ টি আয়ুশ গ্রাম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মির।পর্যটন ক্ষেত্রগুলোর কাছে পর্যটকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার জন্য এই আয়ুশ গ্রামগুলো নির্মিত হবে।

আয়ুশের পরিচালক ডা. মোহন সিং বলেন, প্রাথমিকভাবে ২০টি আয়ুশ গ্রাম স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গ্রামগুলো জনপ্রিয় পর্যটন ক্ষেত্রগুলোর পাশে স্থাপিত হবে।

পর্যটকদের বিভিন্ন ধরনের থেরাপি, বিশ্রাম এবং অন্যান্য সুবিধা প্রদান করবে এই আয়ুশ গ্রামগুলো। খাবার থেকে শুরু করে ব্যায়াম পর্যন্ত সবকিছুই এখানে অর্গানিকই হবে।


তাছাড়া এখানে যোগব্যায়ামের ব্যবস্থাও থাকবে। পর্যটকদের মানসিক চাপ কমাতে কাজ করবে এই গ্রামগুলো। যেন তারা বেড়াতে এসে সুস্থ হয়েই বাড়ি ফেরেন।

পেহেলগ্রাম, সোনামার্গ, শ্রীনগর, গোলমার্গ, কাটরাসহ বিভিন্ন জায়গায় আয়ুশ গ্রামের ভেতর সুস্থতা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। 

আরো পড়ুন: জম্মু-কাশ্মীরের জীববৈচিত্র্য রক্ষায় ব্লু প্যান্সিকে সরকারি প্রজাপতি ঘোষণা

সরকারি পরিসংখ্যান মতে, গত বছর প্রায় ২৭ লাখ পর্যটক কাশ্মীর ভ্রমণে যান। চলতি বছরের প্রথম দুই মাসেই ২.৫ লাখেরও বেশি পর্যটক কাশ্মীর ভ্রমণে গিয়েছেন। এ সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এপ্রিল মাস পর্যন্ত চার লাখেরও বেশি পর্যটক কাশ্মির ভ্রমণে গিয়েছেন। সরকার এ বছর জম্মু ও কাশ্মিরে দুই কোটিরও বেশি পর্যটক আশা করছেন।

এম এইচ ডি/  আই. কে. জে/ 


পর্যটক পর্যটন শিল্প আয়ুশ গ্রাম জম্মু কাশ্মির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন