শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

পাকিস্তানে ধর্মীয় নিপীড়ন নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

সম্প্রতি পাকিস্তানের ফয়সালাবাদ জেলার জরানওয়ালায় সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হন খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা। অন্যদিকে মিথ্যে ব্লাসফেমির দায়ে সারগোধায় খ্রিস্টানদের ভয়ভীতি দেখানো হয়।

এ ঘটনাগুলোর প্রতিবাদে ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের বৈঠকে জোসেফ জ্যানসেন, সাগুফতা কাউসার এবং আসিফ মলের প্রতিনিধিদল আগামী ১৬ আগস্টের পূর্বে ইউরোপীয় পার্লামেন্টকে এ ঘটনাগুলোর প্রতিবাদস্বরূপ পাকিস্তান সরকারকে নোটিশ প্রদান এবং পাকিস্তানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় নিপীড়ন থেকে রক্ষা করতে একটি রেজুলেশন জারির দাবি জানান।

বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য চার্লি ওয়েইমারস, ডেভিড লেগা, বার্ট-জান রুইসেন এবং আনজা হাগা যোগ দেন এবং পাকিস্তানে ধর্মীয় সহিংসতা মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করেন।

জুবিলি ক্যাম্পেইনের এডভোকেসি অফিসার জোসেফ জ্যানসেন পাকিস্তানের ধর্মীয় পরিবেশ সম্পর্কে ইউরোপীয় পার্লামেন্টকে অবহিত করেন। তিনি জানান, মিথ্যে ব্লাসফেমির দায়ে জরানওয়ালার নিরীহ খ্রিস্টানদের উপর হামলা চালায় উগ্র ধর্মান্ধরা। সহিংসতার ঘটনায় ২৬ টি চার্চ এবং ৮০ টিরও বেশি খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেয় তারা। এ সহিংসতার মূলে ছিল পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক (টিএলপি)। পুলিশ কর্মকর্তারাও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা প্রদানের পরিবর্তে মিথ্যা ব্লাসফেমির দায়ে দুই খ্রিস্টান নাগরিকদের গ্রেফতার করে। অবশেষে জোসেফ খ্রিস্টান সম্প্রদায়ের উপর নিপীড়ন চালানো মানুষদের বিচার ও শাস্তির জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানান।

আসিফ মল বলেন, পাকিস্তানে খ্রিস্টানদের উপর ধর্মীয় অবমাননার মতো সংবেদনশীল অভিযোগ আনার পর থেকে তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে দাঙ্গাকে উসকে দিতে কিছু রাজনৈতিক দল চার্চের বাইরে মহানবী সম্পর্কে গ্রাফিতি অঙ্কন করছে। এ ঘটনার জেরে ফয়সালাবাদের এক মুসলিম যুবক এক ধর্মযাজককে গুলি করে হত্যা করেছে। যদিও পুলিশ ইতিমধ্যে এ ঘটনাগুলোর সাথে জড়িত টিএলপি সদস্যদের গ্রেফতার করেছে, তবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের উপর মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি তাদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা পাকিস্তানের ব্লাসফেমি আইন সংশোধনের ব্যাপারে একমত হয়ে এ বিষয়ে আলোচনা শুরু করেছেন। 

আনজা হাগা জানান, পাকিস্তানে সংখ্যালঘুদের অবস্থা খুবই খারাপ। এমতাবস্থায় পাকিস্তানে যেন সব ধর্মের মানুষই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং মিথ্যা ব্লাসফেমি মামলার শিকার না হয় এজন্য ইউরোপীয় পার্লামেন্টকেই পাকিস্তান সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে।

এসকে/ এএম/ 

পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গা ইউরোপীয় পার্লামেন্ট উদ্বেগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250