সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়ি ঢলে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। 

সোমবার (৪ সেপ্টেম্বর) পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “রাঙামাটির কাপ্তাই হ্রদ এবং এর আশপাশের এলাকায় সপ্তাহ জুড়ে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।”

তিনি আরো বলেন, “রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী, সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৯৯.৬৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু, এখন লেকে পানি আছে ১০৫.৮৮ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।” 

 এম.এস.এইচ/  আই.কে.জে

বিদ্যুৎ কেন্দ্র পাহাড়ি ঢল

খবরটি শেয়ার করুন